প্রকাশ সিনহা, কলকাতা : ফ্ল্যাট না টাকার খনি? ফ্ল্যাট না ‘মিনি ব্যাঙ্ক’? পার্থ ( Partha Chatterjee ) ঘনিষ্ঠ অর্পিতা যেন ‘ক্যাশ কুইন’ ! সবার আগে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি টাকা। যা দেখে কার্যত কেঁপে যায় গোটা বাংলা। এরপর ফের এক টাকার খনি মেলে বেলঘড়িয়ায় ! অর্পিতা মুখোপাধ্যায়ের ( Arpita Mukherjee )  ফ্ল্যাটে। এরপর থেকে শহর-জেলায় ছড়িয়ে থাকা একের পর এক বাড়িতে হানা দিচ্ছে ইডি, চলছে তল্লাশি। এরই মধ্যে ঘটে গেল একটি রহস্যজনক ঘটনা। অর্পিতা মুখোপাধ্যায়ের চোখ ধাঁধানো উচ্চমূল্যের চার-চারটি গাড়ি বেহদিশ হয়ে গেল টালিগঞ্জের আবাসন থেকে। 


চারটি বিলাসবহুল গাড়ি রহস্যজনকভাবে উধাও


টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের চারটি বিলাসবহুল গাড়ি রহস্যজনকভাবে উধাও হয়েছে বলে ইডি সূত্রে খবর।  অর্পিতা গ্রেফতার হওয়ার পর রাতারাতি উধাও হয়েছে ওই চারটি গাড়ি। সেখানে এখন একটিই গাড়ি রয়েছে।  যেটি বাজেয়াপ্ত করেছে ইডি। জানা গিয়েছে, খোয়া যাওয়া গাড়িগুলি প্রত্যেকটিই অত্যন্ত দামি ! তবে তাতে লুকিয়ে ছিল এমন কোনও তথ্য ? 


সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে ইডি


চারটি গাড়ির হদিশ জানতে টালিগঞ্জের ওই আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে ইডি। সেইসঙ্গে অর্পিতার বেলঘরিয়ার আবাসনের সিসি ক্যামেরার ফুটেজও চাওয়া হয়েছে। অর্পিতার ফ্ল্যাটে কাদের আসা যাওয়া ছিল, তা জানতেই সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে বলে ইডি সূত্র খবর


পার্থর বারুইপুরের বাগানবাড়িতে ' চুরি ' 


এরই মধ্যে বারুইপুরের বেগমপুরে একটি বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের কাছে এই বাড়িটি পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ি নামে পরিচিত। ভূমি ও ভূমি সংস্কার দফতরের তথ্য অনুযায়ী, এই বাড়ির মালিক সোহিনী চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামও সোহিনী। বেআইনি নথি লোপাট করতেই চুরির গল্প ফাঁদা হচ্ছে, এই অভিযোগে শুরু হয়েছে তরজা। স্থানীয়দের অভিযোগ, বুধবার রাত ১ নাগাদ, গাড়িতে করে এই বাড়িতে আসে ৪জন। তারা পাঁচিল টপকে ভিতরে ঢোকে। তালা ভাঙার আওয়াজ শুনে আশপাশের বাসিন্দারা বেরিয়ে এলে তাঁদের হুমকি দিয়ে ঘরে চলে যেতে বলা হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, কিছুক্ষণের মধ্যেই জিনিসপত্র গাড়িতে চাপিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এতকাণ্ডের পরও এই বাড়ির সামনে কোনও পুলিশ মোতায়েন করা হয়নি।