কলকাতা: টালিগঞ্জে (Tollygunge) অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাটে ফের ইডির তল্লাশি। কারা কারা আসত অর্পিতার ডায়মন্ড সিটি (Diamond City) সাউথের আবাসনে? কীভাবে, কার মাধ্যমে অর্পিতার ফ্ল্যাটে জমেছিল টাকার পাহাড়? কোথায় গেল উধাও হওয়া একের পর এক বিলাসবহুল গাড়ি? আবাসনের সিসি ফুটেজ, রেজিস্ট্রারের সূত্র ধরে ফের অভিযানে ইডি। টালিগঞ্জের পর ফের বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটেও যায় ইডি। টাকার ভাণ্ডার পাওয়ার অর্পিতার ফ্ল্যাটে ছিল কাদের আনাগোনা? কীভাবে, কার মাধ্যমে অর্পিতার ফ্ল্যাটে জমেছিল টাকার পাহাড়? কোথায় গেল উধাও হওয়া একের পর এক বিলাসবহুল গাড়ি? আবাসনের সিসি ফুটেজ, রেজিস্ট্রারের সূত্র ধরে ফের অভিযানে ইডি।
শান্তিনিকেতনে সম্পত্তি: এ দিকে গতকালই বীরভূমের শান্তিনিকেতনে ৩টি বাড়ি ও গেস্ট হাউস ইডির নজরে। গোয়ালপাড়া, ফুলডাঙা ও উত্তরপল্লিতে এই বাড়ি ও গেস্ট হাউস রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, তাঁরা মাঝে মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে আসতে দেখেছেন।
রিয়েল এস্টেট কোম্পানির নথির হদিশ: উল্লেখ্য, অর্পিতা মুখোপাধ্যায়ের রথতলার যে ফ্ল্যাট থেকে ২৮ কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখানেই মিলেছে ২টি রিয়েল এস্টেট কোম্পানির নথি। এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। ওই ২টি রিয়েল এস্টেট কোম্পানির কাগজপত্র ইডির তদন্তকারীদের হাতে এসেছে। ইডি সূত্রে খবর, ফ্ল্যাটের ঠিকানাই দেখানো হয়েছে ২টি কোম্পানির ঠিকানা হিসেবে। ইডির তদন্তকারীরা মনে করছেন, একাধিক রিয়েল এস্টেট কোম্পানিতে টাকা বিনিয়োগ করা হয়ে থাকতে পারে।
ইডি সূত্রে খবর, ২০১৭-তে কোম্পানি দুটি খোলা হয়। শেয়ার ক্যাপিটাল ১ লক্ষ টাকা। কোম্পানির শেষ মিটিং হয়েছিল ২০২১-এর ৩০ নভেম্বর। শেষবার ব্যালান্স শিট ফাইল করা হয় ২০২১-এর ৩১ মার্চ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বেশ কয়েকজন ডিরেক্টরের নাম পাওয়া গেছে নথি থেকে। তার মধ্যে রয়েছে বিশ্বজিত্ রায়, দেবাশিস দেবনাথ ও অন্তিম গোস্বামী। এই ডিরেক্টরদের খোঁজ শুরু করেছে ইডি। ইডি সূত্রে দাবি, arp my email @gmail.com - কোম্পানির এই ইমেল আইডিও মিলেছে।
উধাও গাড়ি: পাশাপাশি,টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের চারটি বিলাসবহুল গাড়ি রহস্যজনকভাবে উধাও হয়েছে বলে ইডি সূত্রে খবর। অর্পিতা গ্রেফতার হওয়ার পর রাতারাতি উধাও হয়েছে ওই চারটি গাড়ি। সেখানে এখন একটিই গাড়ি রয়েছে। যেটি বাজেয়াপ্ত করেছে ইডি। চারটি গাড়ির হদিশ জানতে টালিগঞ্জের ওই আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে ইডি। সেইসঙ্গে অর্পিতার বেলঘরিয়ার আবাসনের সিসি ক্যামেরার ফুটেজও চাওয়া হয়েছে। অর্পিতার ফ্ল্যাটে কাদের আসা যাওয়া ছিল, তা জানতেই সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে বলে ইডি সূত্র খবর।