কলকাতা : একসঙ্গে একের পর এক সম্পত্তির হদিশ। চোখ কপালে তোলার মত শত কোটির বেশি অর্থ উদ্ধার। জীবন বিমা প্রিমিয়ামে বার্ষিক দেড় কোটি টাকার বেশি অর্থ দেওয়ার মতো তথ্য-র পর এবার 'অপা' সম্পর্কে চার্জশিটে বিস্ফোরক তথ্য সামনে আনল ইডি। ১৭২ পাতার চার্জশিটে ইডি উল্লেখ করেছে, ‘মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। আপত্তি ছিল না পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)।' পাশাপাশি নো-অবজেকশন সার্টিফিকেটে তাঁর সই-ও রয়েছে।


বিস্ফোরক ইডি চার্জশিট


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের দীর্ঘ চার্জশিটে জানিয়েছে, ‘সন্তান দত্তক নিতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। দত্তক নেওয়ার কথা জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে। আপত্তি নেই বলে নো-অবজেকশনও দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়’। পাশাপাশি চার্জশিটে উল্লেখ, ‘চিঠিতে থাকা সইয়ের কথা স্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়’। কেন এমন চিঠি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়? জানতে চায় ইডি। ‘জনপ্রতিনিধি হিসেবে অনেককেই এধরনের সার্টিফিকেট দিতে হয়’, অর্পিতার দত্তক নেওয়ার ইচ্ছে নিয়ে এমনই দাবি পার্থর, দাবি ইডির।


২২ ফেব্রুয়ারি অর্পিতার বাড়ি থেকে পার্থ-র সই করা নো-অবজেকশন লেটার উদ্ধার করে ইডি। যে প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রথমে কিছু না বললেও পরে বিষয়টি পার্থ চট্টোপাধ্যায় স্বীকার করেন বলেই ইডি-র উল্লেখ। যাতে সন্তান দত্তক নিতে কোনও আইনি সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই জন্যই নো-অবজেকশন সার্টিফিকেট তিনি দিয়েছিলেন বলেই পার্থ-র দাবি বলে উল্লেখ ইডি চার্জশিটে  (ED Chargesheet)। যে প্রসঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয় সম্পর্কে আরও তথ্য জানতে চাইলেও অবশ্য পার্থ চট্টোপাধ্যায় আর কিছু বলতে চাননি বলেই উল্লেখ চার্জশিটে।


জীবন বিমার বার্ষিক প্রিমিয়াম দেড় কোটি টাকা!


অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ দিতে হত বছরে দেড় কোটি টাকা। আর এই প্রিমিয়াম দিতেন পার্থ চট্টোপাধ্যায়। ED’র চার্জশিটে এমনই দাবি করা হয়েছে। জেরায় অর্পিতা কী কী দাবি করেছেন, তারও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। যেখানে উল্লেখ, বছর ৩৬’এর অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি LIC’র পলিসির নমিনি ছিলেন সত্তোরর্ধ্ব পার্থ চট্টোপাধ্যায়।


ফের চোর চোর স্লোগান


স্কুলে নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ED’র হাতে গ্রেফতার হওয়ার পর, এখন CBI’এর হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বুধবার ফের তাঁকে আদালতে তোলা হবে। এদিন, শারীরিক পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একগাল দাড়ি, থমথমে চোখমুখে কার্যত বিধ্বস্ত দেখিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এদিকে, হাসপাতালে নিয়ে আসার পথে পার্থ চট্টোপাধ্যায়কে দেখে চোর চোর বিদ্রুপ করেন সিপিএমের ছাত্র-যুব সংগঠন SFI ও DYFI’এর সমর্থকরা। 


আরও পড়ুন- কীভাবে পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়দের জন্য ফ্ল্যাটের খোঁজ ? কী জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়