কলকাতা : পুজোর (Durha Puja 2022) মুখে কি রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড ? এমনিতেই বঙ্গে এই মুহূর্তে ডেঙ্গির প্রকোপ। তার মাঝে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দফতরের (West Bengal Health Deaprtment) মঙ্গলবারের (২০ সেপ্টেম্বর) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। এই সময়পর্বে রাজ্যে মারণ ভাইরাসের বলি হয়েছেন একজন রাজ্যবাসী।


রাজ্যের করোনা চিত্র


রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৮ হাজার ১০৮ টি। যার মধ্যে ২৯৬ জনের কোভিড পজিটিভ রেজাল্ট এসেছে। যার জেরে এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট (Corona Positivity Rate) ৩.৬৫ শতাংশ। পাশাপাশি এই সময়পর্বে রাজ্যে করোনা সারিয়ে উঠেছেন ১৮৩ জন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৪৩ জন। যদিও বঙ্গে মোট করোনা আক্রান্তের মধ্যে মাত্র ১১১ জন রয়েছেন হাসপাতালে। বাকি ২ হাজার ২৩২ জনই রয়েছেন হোম আইসোলেশনে।


গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩৯ জন। যদিও করোনা পরীক্ষার সংখ্যাও ছিল প্রায় অর্ধেক। সোমবারের বুলেটিনে প্রকাশ, তার আগের ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছিল ৪ হাজার ৩৬৬ জন। তার আগের দিনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৬৭ জন।


দেশের করোনা


এদিকে, দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮৫৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৮। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৩৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৫ লক্ষ ৪৩ হাজার ৮৯। 




সতর্ক থাকুন


সামনেই পুজো। মাত্র আর কয়েকটা দিন বাকি। আর তার আগে কেনাকাটা করতেও যথেষ্ট ভিড় হচ্ছে বাজারঘাটে। এসি মলগুলিতেও বেশ ভিড়। কোভিড পরিস্থিতিতে তাই একটু সতর্কতা অবলম্বন করা উচিত। তাই কোভিড বিধি যতটা মেনে চলা যায়, ততটাই মঙ্গল। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলা উচিত, মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।


আরও পড়ুন- কীভাবে পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়দের জন্য ফ্ল্যাটের খোঁজ ? কী জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়