উত্তর ২৪ পরগনা: রহড়ায় জিসি রোডে গুলিকাণ্ডে গ্রেফতার ২। ধৃত মহম্মদ আরবাজ, নাদিম আহমেদ। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। এখনও গুলিতে কে জখম হয়েছে, তার খোঁজ মেলেনি।


গতকাল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে শ্যুটআউটের ঘটনা ঘটে। গুলিতে একজন জখম হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের হলেও, ওই ব্যক্তির খোঁজ মেলেনি। দুষ্কৃতীদের নিশানা তিনিই ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কর্মী। পঞ্চায়েত ভোটের আগে বোমা- বন্দুকের প্র্যাকটিস চলছে, শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।


আসানসোলে হোটেল মালিক খুন, গোয়ালপোখরে শ্যুটআউট, জগদ্দলে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, বিষ্ণুপুরে তৃণমূল নেতা খুন, পাণ্ডুয়ায় খুন গাড়ি চালক। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক শ্যু়টআউটের ঘটনা ঘটেছে। এবার উত্তর ২৪ পরগনার টিটাগড়ের জি সি রোডের ছাই মহল্লায় চলল গুলি। সংকীর্ণ গলির দু’ধারে সারি সারি ঘর। তার মাঝেই রাস্তায় পড়ে গুলির খোল। 


স্থানীয় তৃণমূল কর্মীর অভিযোগ, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ বাইকে চড়ে আসে ৪-৫ জন দুষ্কৃতী। এলাকার একটি বাচ্চাকে মারধর করায় গন্ডগোল শুরু হয়। আচমকাই এক দুষ্কৃতী গুলি চালায়। দুষ্কৃতীদের একজনের পায়ে গুলি লাগে বলে অভিযোগ।


রাতেই ঘটনাস্থল থেকে গুলির একটি খোল উদ্ধার করে রহড়া থানার পুলিশ। গুলিতে একজন জখম হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের হলেও, আহতের খোঁজ মেলেনি। ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নৌশাদ আলমের কথায়, কোন ছেলের ওপর গুলি লেগেছে না লেগেছে বাড়ির লোকের সাথে যোগাযোগ...কীসের জন্য ঝামেলাটা সেটাও আমরা জানার চেষ্টা করছি।


টিটাগড়ে শ্য়ুটআউটের ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। বিজেপি যুব মোর্চার  রাজ্য মুখপাত্র সুপ্রিয় ঘোষের কথায়, এখানে নির্বাচন মানে হচ্ছে ব্য়াটল গ্রাউন্ড...প্র্যাকটিস চলছিল...ব্যাটল গ্রাউন্ড ভেবে প্র্যাকটিস করছিল। গুলি চলার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিন্তু কোথা থেকে আসছে এত অস্ত্র? বারবার উঠছে প্রশ্ন। 


সম্প্রতি উত্তর ২৪ পরগনার জগদ্দলেও তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। গত রবিবার জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বে ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক সাউয়ের ওপর হামলার ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নেন শাসকদলের ওই নেতা। এই ঘটনায় গতকাল রাতে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ।