কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: তৃণমূলে (TMC) নতুন বনাম পুরনো দ্বন্দ্বের জল্পনা নতুন নয়। কলকাতা পুরসভার বর্ধিত পার্কিং ফি (Kolkata Parking Fee) প্রত্য়াহার ঘিরে বিতর্কের নেপথ্য়েও কি সেই দ্বন্দ্বের ছায়া রয়েছে? জল্পনা জোরাল হয়েছে তৃণমূল বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) মন্তব্য়ে। এই প্রসঙ্গে তাঁর মুখে শোনা গিয়েছে নতুন প্রজন্মকে জায়গা করে দেওয়ার কথা।
তাপসের বক্তব্য, "ববি মন্ত্রী , মেয়র। আর আমাদের দলে তো মমতা বন্দ্যোপাধ্যায় কে না জানিয়ে কোন কিছুই করতে পারি না। উচিতও না। এমনটা অনভিপ্রেত। না হলেই ভাল হত।"
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর নিয়োগ দুর্নীতি-সহ একাধিক অভিযোগে যখন বিদ্ধ দল, সেই সময় 'নতুন তৃণমূল' গড়ার দাবি শোনা গিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে পোস্টার, ব্যানার পড়েছিল দিকে দিকে। 'ছয় মাসের মধ্যে নতুন তৃণমূল' বলে লেখা ছিল তাতে। তখন থেকেই তৃণমূলে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব নিয়ে শুরু হয় কানাঘুষো।
সাম্প্রতিক কালে বার বার এই নবীন বনাম প্রবীণ তত্ত্ব সামনে এসেছে। বর্ধিত পার্কিং ফি নিয়ে মমতা- বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম করে কুণাল ঘোষের বার্তা দেওয়ার পর, যে ভাবে পিছু হটতে হল ফিরহাদ হাকিমকে (Firhad Hakim), তার নেপথ্য়েও সেই নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বের ছায়া রয়েছে কিনা সেই প্রশ্ন জোরাল হচ্ছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন: KMC Recruitment Controversy : কলকাতা পুরসভার নিয়োগেও দুর্নীতির অভিযোগ, ফিরহাদের পাল্টা ' প্রমাণ হলে আত্মাহুতি দেব'
আর ঠিক সেই আবহেই, জল্পনা আরও জোরাল করে, তৃণমূল বিধায়ক তাপস রায়ের মুখে শোনা গিয়েছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তাঁর কথায়, "ফিরহাদ হাকিমের এমন কিছু বয়স হয়নি। তবে এটা ঠিক, নবপ্রজন্মকে প্রয়োজন মতো জায়গা করে দিতে হবে। নতুনরাও নিজেদের যোগ্যতায়, দক্ষতায় জায়গা করে নেবে। সব সময় নতুনদের আগমন স্বাগত।"
এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাপস রায়ের এই মন্তব্য় কি বিশেষ কোনও ইঙ্গিতবাহী? নেতাদের একাংশ কি দলের কোনও বিশেষ শিবিরের দিকে ঝুঁকছেন? শুধু অবশ্য় তৃণমূলের বর্তমান নয়, প্রাক্তনরাও এই ইস্য়ুকে কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়েছেন। যাঁর আচমকা পদত্য়াগের পর, ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়রের দায়িত্ব নিয়েছিলেন, সেই শোভন চট্টোপাধ্য়ায়ও পার্কিং ফি ইস্য়ুতে ফিরহাদ হাকিমকে খোঁচা দিতে ছাড়েননি। বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করতে হওয়ায় ফিরহাদকে খোঁচা দিয়ে শোভন বলেন, "কনফিডেন্স ভাল, ওভার কনফিডেন্স ভাল নয়।"
কথায় বলে দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। বিতর্কের আবহে ফিরহাদ হাকিমের দিকে যেভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষে কটাক্ষ ধেয়ে আসছে, তাতে তাঁর আসল বন্ধু কারা, সেই নিয়ে প্রশ্ন উঠছে।