কৌশিক গাঁতাইত ও পূর্ণেন্দু সিংহ,আসানসোলে (পশ্চিম বর্ধমান): পশ্চিম বর্ধমানের (Weast Burdwan) আসানসোলে (Asansol) দামোদর নদের ওপর স্থায়ী সেতু তৈরির দাবিতে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পাকা সেতু না হওয়ার জন্য তিনি কাঠগড়ায় তুলেছেন তৃণমূল সরকারকে। পাল্টা জবাব দিয়েছে শাসকদল। 


বছর ছয়েক আগে নৌকা করে চলত পারাপার । যা ফি বর্ষায় ভেঙে পড়ার উপক্রম হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ । এবার সেই বাঁশের সেতু, স্থায়ী করার দাবিতে রাস্তায় নামলেন আসানসোল দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। 


বিজেপি বিধায়কের বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে পশ্চিম বর্ধমানের ধেনুয়া (Dhenua) । যেখানে দামোদরের ওপর তৈরি হয়েছে এই বাঁশের সেতু । ওপারে বাঁকুড়ার (Bankura) সঙ্গে পশ্চিম বর্ধমানের (West Burdwan) ধেনুয়ার সংযোগকারী এই বাঁশের সেতু স্থায়ী করার দাবিতে মঙ্গলবার সকালে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে অবস্থানে বসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক । 


অগ্নিমিত্রা পালের সঙ্গে ছিলেন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি (Chandana Bauri)।  আসানসোল দক্ষিণের  বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের কথায়, আসানসোল, বাঁকুড়া ও পুরুলিয়ার অন্যতম  সংযোগকারী এই সেতুটি  অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট আসে, ভোট যায়, সেতু স্থায়ী হয় না। বর্ষায় বেহাল হয়ে পড়ে সেতু। সরকার কাজ করে না।  পূর্তমন্ত্রী বলেছেন, ২৪০ কোটি টাকা অনুমোদন হয়েছে, তার প্রমাণ কই? শ্বেতপত্র প্রকাশ করুন। 


এই বিক্ষোভ চলাকালীন দেখা যায়, কয়েকটি ট্রাক্টর বালি বোঝাই করছে। বিজেপি বিধায়ক এগিয়ে গিয়ে ট্র্যাক্টর আটকান। তাঁর অভিযোগ, ওভারলোড করে বালি পাচার করা হচ্ছে। 


চালককে বলছেন, এটা করা যাবে না। তোমার মালিককে গিয়ে বলবে, আমি এমএলএ, এখানে এ জিনিস করা যাবে না। ঘটনাস্থলে পৌঁছয় হীরাপুর থানার পুলিশ।  সে সময়  পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পরে বালি তোলার গাড়িগুলিকে সতর্ক করে পুলিশ ছেড়ে দেয়।