কলকাতা : বালিগঞ্জে এগিয়ে বাবুল সুপ্রিয়। হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে ২ নম্বরে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। কংগ্রেসকে চার নম্বরে ঠেলে ৩ নম্বরে বিজেপি। আসানসোলে এক লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। ক্রমেই পিছোচ্ছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এই পরিস্থিতিতেই দলের প্রার্থীদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

উপ নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকতেই  শুভেচ্ছা জানান মমতা। তৃণমূলনেত্রী ট্যুইটে লিখেছেন, আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা একে শুভ নববর্ষে মা-মাটি-মানুষের সংগঠনকে দেওয়া উপহার বলে মনে করছি। তৃণমূলের ওপর আস্থা রাখার জন্য ভোটারদের স্যালুট। আরও একবার। উপ নির্বাচনে জয় নিয়ে ট্যুইট তৃণমূলনেত্রীর। 


 






দলের সাফল্যে মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘আসানসোল এবং বালিগঞ্জের মানুষকে আমার ধন্যবাদ। দমন এবং বিদ্বেষের রাজনীতিমুক্ত ভারতের লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা আশীর্বাদ আর ভালোবাসা দিয়েছেন। আমরাও প্রতিশ্রুতি রক্ষার প্রতিজ্ঞা করছি। আপনাদের ভালো সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আরও ভালো করাই আমাদের লক্ষ্য। '