মালদায় আজকের আবহাওয়া (Malda Weather)
১৬ এপ্রিল (April) মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি। আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে মূলক পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর যদিও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত হয়নি। সপ্তাহভর আংশিক মেঘলা বা পরিষ্কার আকাশ থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৬-এর আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানা যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৭-এর মধ্যে। পরিষ্কার আকাশও থাকার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮০ শতাংশ। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ২৮ শতাংশ।
অন্যান্য
সূর্যোদয়- ভোর ৫.১৫
সূর্যাস্ত- বিকেল ৬.০০
চন্দ্রোদয়- বিকেল ৫.৪০
চন্দ্রাস্ত- রাত ৪.৫৬
এক নজরে বঙ্গের আবহাওয়া (Weather Update)
বসন্ত পেরিয়ে চৈত্রের শেষে উপস্থিত বঙ্গবাসী। বাড়ছে তাপমাত্রা। শোনা যাচ্ছে, তপ্ত গরমে পুড়তে পুড়তে রাজ্যের কিছু জেলা ভাসতে পারে বৃষ্টিতে। তবে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা বেশিরভাগ জায়গায়।
ভৌগোলিক অবস্থান (Malda Gepgraphical Situation) :
কলকাতা (Kolkata) থেকে ৩৪৭ কিলোমিটার উত্তরে কালিন্দী (Kalindi River) ও মহানন্দা নদীর (Mahananda River) সঙ্গমস্থলে অবস্থিত ৩,৭৩৩,৬৬ বর্গ কিমি এলাকাজুড়ে মালদা জেলার (Malda District) অবস্থান। এর দক্ষিণে (South) রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad), উত্তরে উত্তর দিনাজপুর (North Dinajpur) এবং পূর্বে বাংলাদেশ (Bangladesh) এবং উত্তর-পূর্বে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) । পশ্চিম দিক ঝাড়খণ্ড (Jharkhand) ও বিহারের (Bihar) সঙ্গে সীমানা ভাগ করেছে মালদা। ভূমিরূপ প্রধানত সমতল হলেও কিছু জায়গায় উঁচু-নিচু রয়েছে। নদী বেষ্টিত হওয়ার কারণে এবং গঙ্গার পলি মাটির কারণে চাষের দিক থেকেও সমৃদ্ধ এই জেলা ।
আপেক্ষিক জলবায়ু:
মালদা মূলত চরম জলবায়ুর (Extreme Climate) জেলা। অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রারও ব্যাপক পরিবর্তন ঘটে। গ্রীষ্মে অতি গরম এবং শীতে অতিরিক্ত ঠাণ্ডা। বর্ষায় ভারী বৃষ্টিপাত।
তথ্য সূত্র: mausam.imd.gov.in ও www.imdkolkata.gov.in
আরও পড়ুন: WB Heat Wave Alert: রাজ্য জুড়ে তীব্র দাবদাহ, পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা