কলকাতা: ফের রাজ্যে বেলাইন ট্রেন (Train)। ভর সন্ধ্যেবেলা আসানসোল স্টেশনের (Asansol Station) কাছেই এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। তবে বড় দুর্ঘটনা (Accident) এড়ানো গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
কী ঘটেছে?
আসানসোল স্টেশন ছাড়ার পরেই লাইনচ্যুত স্টিল সিটি প্যাসেঞ্জার (Steel City Passenger)। সন্ধে ৬.১০ টা নাগাদ বেলাইন হয় আসানসোল-বোকারো স্টিল সিটি প্যাসেঞ্জার। বেলাইন হয় ইঞ্জিনের পরের কামরা, কোনও হতাহতের খবর নেই। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ওই কোচে ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। এই ঘটনার জেরে দেড় ঘণ্টা ধরে মেন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল।
আসানসোলের রেল ডিভিশনের ডিআরএম পরমানন্দ শর্মা বলেন, "এই ঘটনার পর আমাদের কয়েকটি এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতে হয়। তবে বড় কোনও প্রভাব পড়েনি পরবর্তীতে। কীভাবে ট্রেন লাইনচ্যুত, তদন্ত হবে।"
আরও পড়ুন, ডান হাতের কব্জি হারিয়েও হাল ছাড়তে নারাজ রেণু! বাঁ হাতেই লিখলেন-'I proud myself'
এর ফলে হাওড়া-রাজধানী ও শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসকে আসানসোল স্টেশনে কিছুক্ষণের জন্য থামিয়ে দেওয়া হয়। পাশাপাশি, কালী পাহাড়ি স্টেশনে পূর্বাচল এক্সপ্রেস থামিয়ে দেওয়া হয়েছিল। পুরুলিয়া ও বোকার বা আদ্রা কিভাবে যাবেন, তা নিয়ে যাত্রীদের বিক্ষোভ শুরু হয় আসানসোল স্টেশনে। এরপর, রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, আসানসোল থেকে পুরুলিয়া যাওয়ার একটি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে কিছুক্ষণের মধ্যে। আসানসোলগামী লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে। তার বদলে হাওড়া-ধানবাদ কোল্ডফিল্ড সুপারফাস্ট ট্রেনকে প্রত্যেক স্টেশনে থামানোর সিদ্ধান্ত নেয় রেল।