কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: চলতি মাসের ২২ তারিখ রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। যার সঙ্গে জুড়ে আছে অতীত। সালটা ১৯৯০। অযোধ্যায় করসেবার ঘটনাটা ভোলার নয়। স্মৃতি এখনও তাজা। নব্বই সালের সেই দিনটার কথা মনে পড়লে গর্ব বোধ করেন আসানসোলের অভয় বার্নোয়াল। দেখতে দেখতে ৩৩ বছর পার। আর এবার পুরস্কার হিসাবে তিনি হাতে পেলেন রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্র। 




ঠিক কী হয়েছিল ?


অযোধ্যায় করসেবা করতে গিয়ে ১৯৯০ সালে প্রাণ হারিয়েছিলেন একাধিক। সেই ঘটনার মুখোমুখি হয়েছিলেন ৫৩ বছর বয়সী পেশায় ব্যবসায়ী  আসানসোলের অভয় বার্নোয়াল। তিনি ১৯৯০ সালে  ৮৫ জনের সঙ্গে করসেবায় যোগদান করেছিলেন। এদিকে ২২ অক্টোবর অযোধ্যায় পৌঁছে তিনি পুরোপুরি চমকে যান। চারদিকে শুধু পুলিশ আর পুলিশ। পুলিশের চোখ এড়িয়ে,  অভুক্ত অবস্থায়, জৌনপুর-সাহাগঞ্জ  ধরে ৩৫০ কিলোমিটার পথ জঙ্গলের মধ্য দিয়ে পার হন।




 মন্দির থেকে বেরোতেই ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে


অবশেষে ৩০ অক্টোবর পৌঁছে যান বিতর্কিত রামমন্দিরে। পতাকা লাগানোর পর মন্দির থেকে বেরোতেই ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে। পায়ে গুলিবিদ্ধ হয়ে  গুরুতর জখম হন অভয়। ফৈজাবাদ হাসপাতালে চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে, আসানসোলে ছয় মাস একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। ১২ জানুয়ারি হোয়াটস অ্যাপের মাধ্যমে আমন্ত্রণের কথা জানতে পারেন তিনি। সুন্দর মোড়কে মোড়া কার্ডের হাতে পান দিন তিনেক আগে। 


রামমন্দির উদ্বোধনে নয়া উদ্যোগ


প্রসঙ্গত, রামমন্দির উদ্বোধনে নয়া উদ্যোগ বিজেপি-র। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন যাতে দেশবাসী, তার জন্য অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে দেশের বিভিন্ন প্রান্তে, বুথ স্তরেও। দলের নেতা, কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষকে অনুষ্ঠানের অংশ করে নিতেই এমন উদ্যোগ। 


২২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের দিন একাধিক সমাজসেবামূলক কর্মসূচি


বিজেপি-র তরফে জানানো হয়েছে, অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হলে, অযোধ্যা না এসেও, ‘রামলালা’র প্রাণ প্রতিষ্ঠা সচক্ষে দেখতে পাবেন সাধারণ মানুষ। তার জন্য বুথ স্তরের নেতাদের বড় স্ক্রিনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এর পাশাপাশি, ২২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের দিন একাধিক সমাজসেবামূলক কর্মসূচির আয়োজনও করা হচ্ছে। এর আওতায় কম্বল বিতরণের অনুষ্ঠান হচ্ছে। পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে সাধারণের জন্য।  দুঃস্থদের মধ্যেও খাবার এবং ফল বিতরণ করা হবে।


আরও পড়ুন, সন্দেশখালিকাণ্ডের ৪ দিন পার, কোথায় শেখ শাহাজাহান? দিলীপ ঘোষ বললেন..


২২ জানুয়ারি অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী


রামমন্দির উদ্বোধন উপলক্ষে ২২ জানুয়ারি অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর আগমন ঘিরে বাড়তি তৎপরতা শুরু হয়েছে। দেশের বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই, সেই তালিকায় রয়েছেন শিল্পপতি গৌতম আদানি থেকে অভিনেতা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, রজনীকান্তও। অযোধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।