অর্ণব মুখোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইত, আসানসোল (পশ্চিম বর্ধমান) : তৃণমূলের (TMC) হয়ে লড়াই করে, আসানসোলে (Asansol By Election) পুরনো দল বিজেপিকে (BJP), কার্যত চুপ করিয়ে দিলেন শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha)। তাঁর হাত ধরেই কয়লাখনি এলাকায় প্রথমবার পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল। ২০২৪ সালের লোকসভা ভোটের দু’বছর আগে কখনও না জেতা আসানসোলে জিতল তৃণমূল। রেকর্ড ৩ লক্ষেরও বেশি মার্জিনে আসানসোল (Asansol By Election) থেকে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা।
নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণে হারলেন অগ্নিমিত্রা
পরপর দু’টো লোকসভা ভোটে জেতা আসানসোল এবার হাতছাড়া হল বিজেপির। হারলেন বিজেপি প্রার্থী ও বিধায়ক অগ্নিমিত্রা পাল। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টা বিধানসভার সবক’টায় এগিয়ে ছিল বিজেপি। কিন্তু, ২০২১ সালের বিধানসভা ভোটে এই ৭টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টায় তৃণমূল জেতে। ২টো কেন্দ্রে জেতে বিজেপি। আর এবার উপ নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের ৭টা বিধানসভা র মধ্যে ৬টিতে এগিয়ে গেল তৃণমূল। একমাত্র কুলটিতে সামান্য ভোটে এগিয়ে বিজেপি। খোদ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণেও, বিজেপি সাফল্যের মুখ দেখতে পারল না!
আসানসোলে তৃণমূলের কামাল
একমাত্র ১৯৬৭ সাল বাদ দিলে ১৯৫৭ থেকে শুরু করে ২০০৯ অবধি, আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেছে হয় কংগ্রেস নয়, সিপিএম। ২০১৪ সালে দেশজুড়ে মোদি-ঝড়ের আবহে প্রথমবার এই কেন্দ্রে ৭০ হাজার ৪৮০ ভোটে জেতেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ২০১৯ সালের লোকসভা ভোটে আসানসোল কেন্দ্রে ব্যবধান আরও বাড়িয়ে ১ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ ভোটে জেতেন বাবুল।
এবার উপনির্বাচনে তৃণমূল প্রথমবার শুধু সেই আসালসোল কেন্দ্র বিজেপির থেকে ছিনিয়েই নিল না, বিজেপির জয়ের মার্জিনের রেকর্ডও ভেঙে দিল। আসানসোল কেন্দ্রে ৩ লক্ষের বেশি মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেও লাভ হয়নি বিজেপির। তিনি দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে সিপিএম এবং চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী।
আরও পড়ুন- 'সিপিএম, কংগ্রেস, বিজেপির কুৎসার জবাব মানুষের' প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের