পূর্ণেন্দু সিংহ ও অমিতাভ রথ: আগামী বছর পঞ্চায়েত ভোট (Panchayet Vote)। তার আগে, মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে (Junglemahal) জারি হয়েছে হাই অ্যালার্ট (High Alert)। এই অবস্থায়, জঙ্গলমহলে অনুন্নয়নের অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। যদিও, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ মানতে নারাজ।


জঙ্গলমহলে জারি হাই অ্যালার্ট: মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট। চলছে নাকা তল্লাশি! ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Midnapore) ও বাঁকুড়ার (Bankura) সীমানাবর্তী এলাকায় গাড়ি-মোটর বাইক থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)। জঙ্গলের রাস্তায় চলছে পুলিশের টহল। এই অবস্থায়, শনিবার মেদিনীপুর ও ঝাড়গ্রামের পুলিশ লাইনে জেলা পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের DG মনোজ মালব্য।


জঙ্গলমহলে মাওবাদীদের গতিবিধি: পুলিশ-প্রশাসন সূত্রে খবর,  সম্প্রতি জঙ্গলমহলে মাওবাদীদের গতিবিধি বেড়েছে। জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের নামে একাধিক পোস্টার পাওয়া গেছে। উদ্ধার হয়েছে ল্যান্ডমাইন। গ্রেফতার হয়েছেন কয়েকজন সক্রিয় মাওবাদী নেতা। গত ৮ এপ্রিল, মাওবাদীদের ডাকা বন্‍‍ধে ব্যাপক সাড়া পড়েছিল জঙ্গলমহলে। বাঁকুড়ার রায়পুর-সারেঙ্গা ও রানিবাঁধ এলাকায় যান চলাচল ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ ছিল। এর ফলে প্রশাসন আশঙ্কা করছে, জঙ্গলমহলে মাওবাদীদের গতিবিধি বেড়েছে।


অনুন্নয়নের অভিযোগে সরব বিজেপি: এই অবস্থায়, জঙ্গলমহলের অনুন্নয়নের অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। বিজেপির রাঢ়বঙ্গ জোনের আহ্বায়ক পার্থসারথি কুণ্ডু বলেন, “জঙ্গলমহলে যদি রাজ্য সরকার উন্নয়ন করে, তাহলে এই হাই অ্যালার্ট জারি হবে কেন? এরা উন্নয়নের নামে ভাওতা দিয়ে গেছে। কেন্দ্রের প্রকল্প দেয়নি। ফলে বেকার সমস্যা বেড়েছে।’’ বাঁকুড়ার তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, “নাকা চলছে, পুলিশ প্রশাসন কাজ করছে। মাওবাদী একটা সময় হয়েছিল, এখন উন্নয়ন হয়েছে। এখনও কিছু এলাকায় বাকি আছে, তা হবে। আর বেকারদের কাজ দেওয়া হচ্ছে। সামনে পঞ্চায়েত ভোট, তাই বিরোধীদের চক্রান্ত।’’ আগামীকাল বাঁকুড়া ও পুরুলিয়ায় যাওয়ার কথা রয়েছে রাজ্য পুলিশের DG’র।


আরও পড়ুন: Nadia News: হাঁসখালিকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার, ধৃতদের জেরা করে তৃতীয় অভিযুক্তের হদিশ