আসানসোল: আসানসোল (Asansol) উত্তর থানা এলাকায় শ্যুটআউট (Shootout)। বাড়ির মধ্যেই গুলিবিদ্ধ হন মহিলা। কয়লা মাফিয়া জয়দেব মণ্ডলের ভ্রাতৃবধূ গুলিবিদ্ধ। গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। কী কারণে গুলি, তদন্তে আসানসোল উত্তর থানার পুলিশ।
অন্যদিকে কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। কয়লা মাফিয়ার পর গতকালই সিবিআইয়ের (CBI) জালে কোল কর্তারা! কয়লাপাচারকাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলের বর্তমান-প্রাক্তন-সহ ৪ জিএম (GM)! ৪ কয়লা মাফিয়ার পরে এবার সিবিআইয়ের (CBI) জালে কোল-কর্তারা। কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাঁতের অভিযোগে ইসিএলের ৭জন গ্রেফতার। ইসিএলের (ECL) ৪ বর্তমান-প্রাক্তন জেনারেল ম্যানেজার, একজন ম্যানেজার, ২ কর্মী গ্রেফতার।
সিবিআইয়ের জালে ইসিএলের বর্তমান জিএম এসসি মৈত্র, সিবিআইয়ের জালে ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক। ইসিএলের প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্যায়, ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার তন্ময় দাস। মাফিয়ার সঙ্গে আঁতাঁতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইসিএলের ম্যানেজার মুকেশ কুমার, দেবাশিস মুখোপাধ্যায়, রিঙ্কু বেহারা নামে ইসিএলের আরও ২ কর্মীকে। সকাল থেকে দফায় দফায় জিজ্ঞাবাদের পর একাধিক ইসিএল-কর্তা গ্রেফতার।
ইসিএলের (ECL) আরও একজন প্রাক্তন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই (CBI)। গ্রেফতার ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়। কয়লাকাণ্ডের তদন্তে এই নিয়ে গ্রেফতার হয়েছেন ৮ ইসিএল কর্তা। কয়লা মাফিয়ার থেকে টাকা নেওয়ার অভিযোগ। কয়লাকাণ্ডে (Coal Scam) আগেই গ্রেফতার ইসিএলের ৪ বর্তমান-প্রাক্তন জিএম। আগেই গ্রেফকার একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭জন।
জগদ্দলে শ্যুটআউট: এই একই দিনে জগদ্দলে আরও একটি শ্যুটআউটের ঘটনা ঘটে। মাঝে ১২ দিনের ব্যবধান! ফের জগদ্দলে ভর সন্ধেয় শ্যুটআউট। জুটমিল শ্রমিক, ২৪ বছর বয়সী এক যুবককে গুলি চালিয়ে খুন করল দুষ্কৃতীরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সন্ধেয় রাস্তায় দাঁড়িয়েছিলেন ওই যুবক। তখনই দু’তিন জন দুষ্কৃতী হামলা চালায়।
খুব কাছ থেকে বুকে গুলি করা হয়। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। জগদ্দলে ভর সন্ধেয় যুবক খুন। পুলিশ জানিয়েছে, কে বা কারা, কী কারণে খুন করল, তা খতিয়ে দেখা হচ্ছে।
মুর্শিদাবাদে শ্যুটআউট: এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে চলল গুলি, বোমাবাজি। গুলিবিদ্ধ এক যুবক। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে রঘুনাথগঞ্জের সেকেন্দ্রার লালখানদিয়ার এলাকায় চায়ের দোকানে বসেছিলেন রোহন শেখ নামে ওই যুবক। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা ৪-৫টি বোমা ছোড়ে। গুলিও চালায়। রোহনের বাঁ হাতের আঙুলে গুলি লাগে। হাসপাতালে ভর্তি ওই যুবক। পুরনো বিবাদকে কেন্দ্র করে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এলাকায় পুলিশি টহল চলছে। কেউ গ্রেফতার হয়নি।