Vodafone Idea Offer: ইচ্ছে থাকলেও উপায় হয় না। অত্যধিক দামের কারণে মনের মতো বা বিশেষ মোবাইল নম্বর কেনার সুযোগ হয় না গ্রাহকদের। সেই কারণে বিত্তশালীদের হাতেই এতদিন দেখা যেত 'ভিআইপি সিম কার্ড'। তবে এবার সময় বদলেছে, বিনামূল্য 'ভিআইপি নম্বর' দিচ্ছে এই কোম্পানি।  


Free VIP SIM: কেন ভিআইপি সিম কেনেন গ্রাহক ?
মূলত, ভিআইপি সিমে রয়েছে অনন্য কিছু অঙ্ক। যা সচরাচর দেখা যায় না আম আদমির মোবাইল নম্বরে। কেবল খাস আদমির ক্ষেত্রেই দেখা যায় এই নম্বর। সস্তা না হওয়ায় এই ধরনের 'ভিআইপি সিম কার্ড' নিতে পারেন না সাধারণ মানুষ। সেই কারণে এতদিন এই নম্বরগুলিকে 'স্ট্যাটাস সিম্বল' হিসেবে দেখত গ্রাহক। তবে এর জন্য বিপুল অর্থ খরচের প্রয়োজন নেই। এখন বিনামূল্যে কেনা যাবে এই সিম। তার জন্য কী করতে হবে জানেন ?


VI দিচ্ছে এই অফার 


টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) গ্রাহকদের আকৃষ্ট করতে কোনও চার্জ ছাড়াই ভিআইপি নম্বর দিচ্ছে।  সাধারণত এর জন্য মানুষকে অনেক টাকা দিতে হয়, তবে এখন ব্যবহারকারীরা এই টেলিকম কোম্পানি থেকে বিনামূল্যে ভিআইপি সিম কার্ড কিনতে পারবেন। এর জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না। 


Vodafone Idea Offer: বাড়িতে বসেই পাবেন সিম
বিষয়টি এখানেই শেষ নয়। আরও আশ্চর্যের বিষয় হল, আপনাকে বাড়ির বাইরে পা রাখতে হবে না। আপনি এই ভিআইপি সিম কার্ডের বিনামূল্যে হোম ডেলিভারিও পাবেন। কারণ সিম কেনার পুরো প্রক্রিয়াটি অনলাইনে করতে হবে আপনাকে। এই পরিস্থিতিতে এটি গ্রাহকদের জন্য একটি লাভজনক ডিল হতে পারে।



Free VIP SIM: ভিআইপি সিম কেনার প্রক্রিয়া


আপনি যদি একটি ভিআইপি নম্বর কেনার কথা ভাবেন, তবে এর জন্য আপনাকে কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে। 
এর পরে আপনি বিনামূল্যে অভিনব নম্বর বাছাইয়ের অপশন দেখতে পাবেন। 
একবার আপনি নম্বরটি নির্বাচন করলে, আপনাকে পোস্টপেইড বা প্রিপেইডের মধ্যে একটি অপশন বেছে নিতে হবে। 
পরে আপনাকে বাড়ির ঠিকানা, পিন কোড ও মোবাইল নম্বর লিখতে হবে। 
এখনে আপনাকে OTP লিখতে হবে।
এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে আপনাকে সিমটি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।


আরও পড়ুন : Joker Malware Attack: ফাঁকা হবে অ্যাকাউন্ট ! এই ৪ অ্যাপ ফোনে নেই তো ?