মনোজ বন্দ্যোপাধ্য়ায়, দুর্গাপুর : সোমবার নবান্নের বৈঠকে সরকারি জমি দখলমুক্ত করতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপরেই নড়েচড়ে বসেছে পশ্চিম বর্ধামানের জেলা প্রশাসন। সরকারি জমিকে দখলমুক্ত করতে টোল ফ্রি নম্বর চালু করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। যে কেউ এই নম্বরে ফোন করে সরকারি জমি দখল সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।


পাশপাশি সরকারি জমিতে গজিয়ে ওঠা একাধিক হোটেলেও হানা দেয় পুলিশ। তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর মদ। সরকারি জমির ফেন্সিং কেটে একের পর এক ধাবা গজিয়ে উঠেছে বলে, খবর প্রশাসন সূত্রে। অপরাধীদের রেয়াত করা হবে না বলে আশ্বাস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের। যদিও পুরোটাকে আই ওয়াশ বলে কটাক্ষ করেছে বিজেপি।


লোকসভা ভোটের পুরসভাভিত্তিক ফল অনুযায়ী, রাজ্য়ের একশো একুশটি পুরসভার মধ্য়ে, অধিকাংশেই প্রথম স্থানে বিজেপি। কলকাতা পুরসভাতেও ২০২১ সালে বিজেপি যত আসন পেয়েছিল, লোকসভা ভোটের ফলের নিরিখে, তার চেয়ে অনেক বেশি আসনে লিড পেয়েছে তারা। সেই কারণেই কি পুরসভা নিয়ে বৈঠকে রুদ্রমূর্তিতে দেখা গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে? প্রশ্ন তুলছেন অনেকেই। এনিয়ে সরব হয়েছে বিরোধীরাও।


কখনও একের পর এক পুরসভার নাম করে করে ক্ষোভ উগরে দিলেন। কখনও তৃণমূল কাউন্সিলরদের ভূমিকা নিয়ে তীব্র ভর্ৎসনা করলেন। ছাড়লেন না আমলা থেকে পুলিশকেও। সোমবার নবান্নের বৈঠকে এমনই রুদ্রমূর্তিতে দেখা গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। 


কিন্তু আচমকা পুরসভা নিয়ে মুখ্য়মন্ত্রীর এভাবে ক্ষোভে ফেটে পড়লেন কেন? বিরোধীদের দাবি, লোকসভা ভোটে সার্বিকভাবে তৃণমূল ভাল ফল করলেও, রাজ্য়ের পুর-এলাকাগুলির ফল তাঁর মনে ভয় ধরিয়েছে। লোকসভার পুরসভাভিত্তিক ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, জেলার পুর-এলাকাগুলির অধিকাংশেই বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে। লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল অনুযায়ী, রাজ্যের ১২১টি পুরসভার মধ্য়ে ৭৪টিতেই ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে ১ নম্বরে রয়েছে বিজেপি। তৃণমূল ৪১টিতে, কংগ্রেস ৩টিতে প্রথম স্থানে এবং ৩টি পুরসভা টাই হয়ে রয়েছে। লোকসভা ভোটের পুরসভাভিত্তিক ফল ঘেঁটে দেখা যাচ্ছে, কলকাতা পুরসভাতেও ভাল মতোই থাবা বসিয়েছে বিজেপি।১৪৪ ওয়ার্ডের কলকাতা পুরসভায় শেষ ভোটে মাত্র ৩টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি।সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে ৪৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।