অরিন্দম সেন,আলিপুরদুয়ার: নদীতে ভেসে আসা মৃত হরিণকে কেটে মাংস (deer meat) রান্না করে খাওয়ার সময় আচমকা হানা দিলেন বন দফতরের কর্মীরা। গ্রেফতার হল দু-জন। ঘটনাটি ঘটেছে অসমের সীমান্তবর্তী এলাকায় আলিপুরদুয়ারের (Alipurduar) বারোবিশাতে।


আরও পড়ুন: Terrorist Suspect Arrested: STF-এর জালে আরও ১, হাওড়া স্টেশল লাগোয়া এলাকা থেকে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রায়ডাক নদী থেকে বালুপাথর তোলার কাজ করার সময় একটি মৃত হরিণকে ভেসে আসতে দেখে কয়েকজন। তারপর সঙ্গে সঙ্গে সেই হরিণের মৃতদেহটি উদ্ধার করে, নদীর চরেই সেটিকে কেটে মাংস ভাগ করে যে যার বাড়ি নিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতেই সেই মাংস রান্না করে ভুরিভোজের আয়োজনের সময় রেঞ্জ অফিসার  প্রভাত বর্মনের নেতৃত্বে ঘটনাস্থলে হানা দেন আলিপুরদুয়ারের ভলকা রেঞ্জ অফিসের বনকর্মীরা। তল্লাশির সময় স্থানীয় এলাকার একটি বাড়ি থেকে হরিণের মাংস উদ্ধার হওয়ার পর গ্রেফতার করা হয় বাড়ির মালিক মদন বর্মন (৬২)-কে । 


বন দফতরের অভিযানের খবর পেয়ে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছিল। কিন্তু, রাতেই ফের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ২১ বছর বয়সী প্রেমসাগর রাজভরকে। রান্না করা মাংস উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরাই। এই ঘটনায় ধৃত দুজনকে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে পেশ করছে বন দফতর।


প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় আইন অনুযায়ী হরিণের মাংস সঙ্গে রাখা বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। বারবার বন দফতরের তরফে এই বিষয়ে প্রচার চালানো হলেও আলিপুরদুয়ার তথা বিভিন্ন জায়গায় হরিণের মাংসের খুব চাহিদা আছে। তাই মাঝে মধ্যে চোরাশিকারিরা জঙ্গল থেকে হরিণ মেরে নিয়ে এসে বেশ ভালো দাম দিয়ে বিক্রি করে। কখনও কখনও আবার জঙ্গলে গাছ কাটতে বা অন্য কাজে গিয়ে হরিণ সহ বিভিন্ন পশুপাখি শিকার করে অনেকে। পুলিশের সাহায্য নিয়ে বন দফতরের কর্মীরা চোরাশিকারিদের গ্রেফতার করার জন্য বিভিন্ন সময় অভিযান চালায়। ধরপাকড় করে। তারপরও এই ধরনের ঘটনা কমছে না বলে অভিযোগ পশুপ্রেমীদের। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kharagpur News: মুখ ঢাকা, বাইকে চেপে এসে পর পর গুলি, খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী !