প্রকাশ সিন্হা, কলকাতা: কে অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal )  কেন্দ্রীয় সরকারের হাসপাতালে নিয়ে যাবে? কে নিয়ে যাবে দিল্লি ( Delhi ) ? এনিয়ে রবিবার দিনভর টানাপোড়েন চলল জেল কর্তৃপক্ষ, আসানসোল কমিশনারেটের পুলিশ ও কেন্দ্রীয় সরকারি সংস্থা ED-র মধ্যে।


এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন,শারীরিক অবস্থার কথা মাথায় রেখে, অনুব্রত মণ্ডলকে বিমানে দিল্লি নিয়ে যেতে হবে। কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনে কোনও হাসপাতালের চিকিৎসকরা অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করে ফিট সার্টিফিকেট দিলে, তারপরই তাঁকে ইডির ( ED ) হাতে তুলে দেওয়া যাবে। এরপর জেল কর্তৃপক্ষ অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার ব্য়বস্থা করার বিষয়ে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটকে জানায়। বলা হয় বাহিনী পাঠাতে। কেন্দ্রীয় সরকারের হাসপাতালে রাজ্য পুলিশ কী করে নিয়ে যাবে, এই যুক্তিতে বাহিনী পাঠানো যাবে না বলে জানায় কমিশনারেট।


জেল কর্তৃপক্ষ তখন ইডিকে গোটা বিষয়টি জানালে সায়গলকে ( saigal hossain  ) দিল্লিতে আনার উদাহরণ দিয়ে অনুব্রতকে আনার কথা বলে ইডি। এরপরই, বিষয়টি জানিয়ে কারা দফতরের IG-কে চিঠি দেয় আসানসোল জেল কর্তৃপক্ষ। বিষয়টি জেল কর্তৃপক্ষের তরফে মেল করে ইডিকে বলা হয়েছে। সূত্রের দাবি, তারা জানিয়েছে যে, জটিলতা তৈরি হয়েছে। প্রয়োজনে আপনারা (ইডি) আসুন, অনুব্রত মণ্ডলকে নিয়ে যান। সূত্রের দাবি, অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে ধোঁয়াশার আবহে, তাদের কী করণীয়, তা জানতে চেয়ে সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হবে আসানসোল জেল কর্তৃপক্ষ । এর আগে, সুপ্রিম কোর্টের নির্দেশে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকেও দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। তখন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং ৫জন বন্দুকধারী পুলিশ কর্মীর ঘেরাটোপে দিল্লি নিয়ে যাওয়া হয় সায়গলকে।

এই প্রসঙ্গে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ' রাজ্য সরকার মুখ্যমন্ত্রী, তাঁর ভাইপো, তৃণমূলের নেতাদের নিরাপত্তা দিতে পারছে। অথচ অনুব্রতকে দিতে পারছে না? সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে অনুব্রতকে তুলে নিয়ে যাওয়া উচিত। ' 


শুক্রবার বিশেষ সিবিআই আদালতের বিচারককে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর ফিসচুলা ফেটে গেছে। রক্তপাত হচ্ছে।
এদিন হাসপাতালে প্রায় ৪০ মিনিট ধরে তাঁর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। বীরভূমের জেলা তৃণমূল সভাপতির এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হওয়ার কোনও দরকার নেই বলে জানিয়ে দেন সুপার। এই প্রেক্ষাপটে এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবী আর্জি করেন, যে কোনও সংস্থাকে দিয়ে শারীরিক পরীক্ষা করানো হোক। আদালত রিপোর্ট চেয়ে পাঠাক। সেই সময় পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হোক। ইডির আইনজীবী আদালতকে আশ্বাস দিয়ে বলেন, অনুব্রত মণ্ডলকে সেরা চিকিৎসা দেওয়া হবে। তাকে এয়ার Ambulance-এ দিল্লি নিয়ে যেতে পারি। দিল্লি AIIMS- এ তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে।