আসানসোল : আসানসোলে সবুজ ঝড়। কিন্তু সেখানে ৩১ নম্বর ওয়ার্ডে কে হবেন কাউন্সিলর? তাই নিয়ে এক চমকপ্রদ ভাবনা কমিশনের। দুই প্রার্থীর একজন তৃণমূল, একজন বাম। প্রাপ্ত ভোটের সংখ্যা একই। তাহলে কী হবে ফল।  ম্যাচ উইনার ঠিক করবে  টস । টসে যিনি জিতবেন তিনিই হবেন ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে একই ভোট তৃণমূল-বাম প্রার্থীর ।


আসানসোলের ৪০ নম্বর ওয়ার্ডে আবার  ইভিএম বিভ্রাট। ইভিএম বিভ্রাটের পরেই সমস্ত প্রার্থীদের ডাকল কমিশন । ‘ইভিএমের মোট ভোটারের চেয়ে কেউ বেশি ভোট পেলেই তিনি জয়ী’, না হলে হতে পারে পুনর্নির্বাচন, খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে।

এক নজরে আসানসোলের ফল



  • ১ নম্বর হার পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের তাপস কবির। ৩ হাজার ৯৩০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মৃদুল চক্রবর্তী।

  • ১২ নম্বর ওয়ার্ডে ৫ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সমরজিৎ গোস্বামী।

  • ২৭ নম্বর ওয়ার্ডে ৩৩০০ ভোটে জয়ী জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি।

  • ২৫, ২৮ ও ৫৯ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী এস এম মুস্তাফা, গুলাম সারওয়ার ও মহম্মদ জাকির হোসেন।

  • ৩৩ ও ৪৩ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএমের নারাণ বাউড়ি ও আমনা খাতুন।

  • ৪৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোলের প্রাক্তন পুর প্রশাসক।

  • ৯০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের শক্তি রুইদাস ২ ভোটে জয়ী।

  • ১০৩ নম্বর ওয়ার্ডে বিজেপির তারকনাথ ধীবর জয়ী ৫ ভোটে।

  • ৭৪ নম্বর ওয়ার্ডে জয়ী কুলটির প্রাক্তন বিধায়ক ও তৃণমূলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়।

  • ৫০ নম্বরে জয়ী অভিজিৎ ঘটক। আইনমন্ত্রী মলয় ঘটকের ভাই।

  • ৬৫ নম্বরে জয়ী নির্দল নাজিম আখতার। বিক্ষুব্ধ তৃণমূল।

  • ৬৮ নম্বরে জয়ী নির্দল রাধা সিং। বিক্ষুব্ধ তৃণমূল।