আসানসোল: কলকাতায় (KMC Election 2021) মুখ থুবড়ে পড়েছে দল। কিন্তু আসানসোলে (Asansol Municipal Election) তা হবে না। আসানসোল পুরসভায় নির্বাচনের আগে ঘোষণা সদ্য রাজ্য বিজেপি-র (BJP) সাধারণ সম্পাদক পদপ্রাপ্ত অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কলকাতায় তৃণমূল (TMC) হিংসা এবং ছাপ্পাভোট করে জিতেছে বলে আগেই অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। আসানসোলে তা করতে এলে পাল্টা মার পড়বে বলে ঘোষণা অগ্নিমিত্রার।


আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা। তাতে দলের বৈতরণী পারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে তাঁর কাঁধে। মঙ্গলবার সেই উপলক্ষে সেখানে বিজেপি-র কার্যালয়ে জরুরি বৈঠক করেন তিনি। সেখানে বলেন, “কলকাতা পুরভোটে যা হয়েছে, এখানে তা চলবে না। তৃণমূল মার দিয়ে, ভয় দেখিয়ে আটকাবে ভাবলে পাল্টা মার পড়বে।”


আরও পড়ুন: Kolkata News: মত্তদের তাণ্ডবের অভিযোগ হাতিবাগানের রেস্তোরাঁয়, পাল্টা মারধরের অভিযোগ


আগামী ২২ জানুয়ারি আসানসোল পুরসভায় নির্বাচন। ফল ঘোষণা ২৫ জানুয়ারি। বিধানসভা নির্বাচন এবং কলকাতা পুরসভা নির্বাচনে হারের পর তাই সেখানে জান লড়িয়ে দেওয়ার চেষ্টায় বিজেপি। স্বাভাবিক ভাবই আসানসোলের মেয়ে তথা সেখানকার বিধায়ক অগ্নিমিত্রার উপর গুরুদায়িত্ব রয়েছে। বিশেষ করে সেখানকার সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) যখন পদ্ম ছেড়ে জোড়াফুলে যোগ দিয়েছেন বিধানসভা ভোটের ঠিক পরেই। তৃণমূলে যোগ দিয়েই ক্ষান্ত নেই বাবুল, লাগাতার বিজেপি-র রাজ্য নেতৃত্বকে নিশানা করে চলেছেন তিনি।


তবে আসানসোলে খুব একটা স্বস্তিতে নেই বিজেপি।পুরভোটে দু’সপ্তাহ বাকি থাকতে সেখানে শক্তি বাড়াতে নেমে পড়েছে তৃণমূল। সিপিএম (CPM) নেত্রী কবিতা যাদবকে ইতিমধ্যেই দলে টেনে নিয়েছে তারা। এমন পরিস্থিতিতে আসানসোলে নিজেদের সংগঠন ধরে রাখতে মরিয়া বিজেপি।


অন্য দিকে, ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই সোমবার থেকে আসানসোলে আদর্শ আচরণ বিধি চালু হয়েছে। ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তার দিকটি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। বুথে বুথে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ আগেই দিয়েছে নির্বাচন কমিশন। তার প্রস্তুতি চলছে।