কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোলে (Asansol) জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক (Bank) থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। স্কুল উন্নয়নের টাকা নয়ছয়ের অভিযোগে পুলিশের দ্বারস্থ তৃণমূলেরই কাউন্সিলর। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আসানসোলের প্রাথমিক স্কুল পরিদর্শক। 


চেকে লেখা টাকার সংখ্যার আগে অন্য সংখ্যা লিখে জালিয়াতি। লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। দলীয় নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলেরই এক কাউন্সিলর। প্রতারণায় অভিযুক্ত আসানসোল পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড কমিটির তৃণমূলের সম্পাদক মহম্মদ সৈয়দ আলম কাদরি কাজি নজরুল মুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 


স্থানীয় তৃণমূল কাউন্সিলর সি কে রেশমার দাবি, মহম্মদ সৈয়দ কাদরিকে স্কুলের উন্নয়নের জন্য ২টি চেক দিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, চেকে ৩৬ হাজার ২৫০ লেখার আগে ২ বসিয়ে অতিরিক্ত ২ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। এরআগেও ৯ হাজার লেখার আগে ২ লিখে অতিরিক্ত ২০ হাজার টাকা হাতানো হয়েছে বলে অভিযোগ। 


প্রাইমারি স্কুল ইন্সপেক্টরের কাছে ও আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলর।                                                                                                                                                                      


আর এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, 'এতদিন আমরা বলতাম তৃণমূল চোর । এখন তৃণমূলই বলছে তৃণমূল চোর । ঐ দলে একটাও ভদ্র মানুষ নেই।' 


আরও পড়ুন, কলকাতা পুরসভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল কাউন্সিলরদের মারামারিতে রণক্ষেত্র পরিস্থিতি


অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক স্কুল পরিদর্শক। তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করে ব্যাঙ্ক থেকে তুলে নেওয়ার অভিযোগ ঘিরে সরগরম আসানসোলের রাজনীতি।