কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : গরম পড়তেই (Summer ) তীব্র জলসঙ্কট (water crisis ) আসানসোলের (Asansol) কুলটি, হীরাপুর, জামুড়িয়া-সহ বেশ কিছু এলাকায়। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গা থেকে ট্যাঙ্ক এনে পাড়ায় পাড়ায় জল সরবরাহ করছে তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভা। যা নিয়ে উপনির্বাচনের মুখে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
গরম শুরু...জলসঙ্কটেরও শুরু
কলের গলা শুকিয়ে কাঠ। প্রতিবারের মতো এবারও জলসঙ্কট দেখা দিয়েছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) আসানসোলের কুলটি, হীরাপুর, জামুড়িয়া-সহ বেশ কিছু এলাকায়। এই সময় জলকষ্ট এখানকার মানুষের কাছে নতুন নয়। তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা।
আসানসোল লোকসভাকেন্দ্রে উপনির্বাচন
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভাকেন্দ্রে উপনির্বাচন ( Loksabha Bypoll) । তার আগে দুর্গাপুর, কলকাতা, নিউ ব্যারাকপুর, বরানগর-সহ বেশ কয়েকটি জায়গা থেকে ট্যাঙ্ক এনে পাড়ায় পাড়ায় জল সরবরাহ করছে তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভা। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভোটের মুখে রাজনীতি করছে তৃণমূল, এই অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।
আসানসোলে রাজনৈতিক তরজা
বিজেপি প্রার্থী (BJP) অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) অভিযোগ, তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভা ভোট কিনতে এসব করছে। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। কংগ্রেস প্রার্থী প্রসেনজিত্ পুইতণ্ডির অভিযোগও প্রায় একই । তিনিও বললেন, ব্যর্থতা ঢাকতে এসব করা চলছে, নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা।
সমালোচনা করেও উপনির্বাচনে সিপিএম প্রার্থী (CPM ) পার্থ মুখোপাধ্যায়ের বক্তব্য, মানুষ জল পাক। ভোটের রাজনীতি চাই না। যদিও, আসানসোল পুরসভার চেয়ারম্যানের দাবি অযথা রাজনীতি করছে বিরোধীরা। তৃণমূল নেতা ও আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানালেন, ' কয়েকজায়গায় মোটর খারাপ হয়েছিল। আমরা পরিস্থিতি সামাল দিয়েছি। বিরোধীরা বিরোধীদের মতো কথা বলছে।'
রাজনৈতিক তরজা চললেও পুরসভার উদ্যোগে খুশি বাসিন্দারা। সবমিলিয়ে, ভোটের মুখে বাসিন্দাদের প্রশ্ন একটাই। জলসঙ্কট থেকে স্থায়ী সমাধান মিলবে কবে?