জয়ন্ত রায়, বজবজ: বজবজে (Budge Budge) একজন জ্যোতিষীর (Astrologer) রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বন্ধ ঘর থেকে উদ্ধার হল তাঁর পচাগলা মৃতদেহ।


স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিদিব দাশগুপ্ত নামে বছর ৫৫-র ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। বেশ কয়েক বছর আগে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে যান। প্রতিবেশীদের দাবি তিনি খুব একটা পাড়ার কারও সঙ্গেই মেলামেশা করতেন না। প্রায়শই বাইরে বাইরে যেতেন জ্যোতিষ চর্চার উদ্দেশ্যে। 


শুক্রবার সকালে প্রতিবেশীরা ত্রিদিববাবুর ঘর থেকে পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় পৌরপিতাকে জানালে পৌরপিতা বজবজ থানায় খবর দেন। পরে বজবজ থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওনার পচাগলা মৃতদেহটি দেখতে পায়। আপাতত পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে বজবজ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এমএন ঘোষ রোডে। উনি ২০১০ সালের পরর ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্বও করেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।


আরও পড়ুন: Malda News: মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন বাবা-মা, ফোন পেয়ে বাড়ি এসে দেখেন বারান্দায় মেয়ের মৃতদেহ !


প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে জুলাই মাসের ১০ তারিখ হাওড়ার চ্যাটার্জি হাট থানার অন্তর্গত তাঁতি পাড়া এলাকার আট নম্বর তিব্বতিবাবা লেনের বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়ালে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। চ্যাটার্জি হাট থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখে ঘরের মেঝেতে পচাগলা অবস্থায় পড়ে রয়েছে ওই বাড়ির বাসিন্দা মিনতি মুখোপাধ্যায়ের মৃতদেহ। আর তা আগলে বসে রয়েছেন মেয়ে কাকলি মুখোপাধ্যায়।


এপ্রসঙ্গে মিনতি দেবীর ভাই বরুণ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর দিদি অসুস্থ ছিলেন। আর ভাগনি মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যে তিনি আসতেন খোঁজ নিতে। দিন-দশেক আগে এসে টাকাও দিয়ে যান। 


প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মৃতদেহটি বেশ কয়েকদিন আগে থেকে ওই ঘরের মধ্যে পড়ে ছিল। অসুস্থতার কারণেই মৃত্যু বলে মনে করা হচ্ছে। বর্তমানে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে। ওই বৃদ্ধার মেয়েকে পাঠানো হয়েছে রিহ্যাব সেন্টারে। সুস্থ হবার পর আত্মীয়দের কাছে পাঠানোর চেষ্টা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।