দাম্বুলা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে এশিয়া কাপের (Women's Asia Cup 2024) মহারণ। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে ভারতীয় দল (Indian Women's Cricket Team)। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করবেন হরমনপ্রীত কৌররা (Harmenpreet Kaur)।
এ বছরেই মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। ৩ অক্টোবর থেকে ওপার বাংলায় বসতে চলেছে মহিলাদের বিশের বিশ্বকাপের মহারণ। ৪ অক্টোবর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই কথা মাথায় রেখেই টি-টোয়েন্টি ফর্ম্যাটেই এবারের এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরমনপ্রীতের মেনে নিচ্ছেন যে এই টুর্নামেন্ট আদপে বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গবিশেষ। তবে এশিয়া কাপ জয়েরও গুরুত্ব নেহাত কম নয়। টুর্নামেন্ট শুরুর আগেরদিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, 'এই টুর্নামেন্টটা বিশ্বকাপের প্রস্তুতি সারার জন্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা সব টুর্নামেন্টকেই সমান গুরুত্ব দিই। কারণ এশিয়া কাপে ভাল পারফর্ম করলে বিশ্বস্তরেও ভাল পারফর্ম করার আত্মবিশ্বাস বাড়ে।'
তিনি আরও যোগ করেন, 'যেহেতু এই টুর্নামেন্টটা এতটা গুরুত্বপূর্ণ তাই বিশ্বকাপ বা অন্য যে কোনও টুর্নামেন্টের জন্য আমরা যেভাবে নিজেদের প্রস্তুত করি, এই টুর্নামেন্টের জন্যও ওই একইভাবে নিজেদের প্রস্তুতি সারব। সেই এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য।'
পাকিস্তানের বিরুদ্ধে আজ মাঠে নামার আগে অন্তত খাতায় কলমে কিন্তু এগিয়ে হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় দলই। মহিলাদের এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র একবারই পরাজিত হতে হয়েছে ভারতীয় দলকে। গত বারের এশিয়া কাপে সিলেটেই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয় ভারতকে। বাকি ম্যাচগুলিতে জয় পেয়েছে ওমেন ইন ব্লু।
চলতি বছরে ভারতীয় দল ভাল ফর্মেও রয়েছে। ভারতীয় দল কিন্তু এই বছরে বেশ ভাল ফর্মেই রয়েছে। ১১টি বিশ ওভারের ম্যাচ খেলে এ বছরে হরমনপ্রীতরা সাতটি ম্যাচে জয় পেয়েছেন। হেরেছেন তিনটি ম্যাচ এবং একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে। নিজেদের গত সিরিজ়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-১ সিরিজ় ড্র করে ভারতীয় দল। তাই বেশ আত্মবিশ্বাসী হয়েই আজ মাঠে নামবে ভারত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কেরিয়ারের সেরা তিন মুহূর্ত বাছতে বসে আইপিএলের ছয় ট্রফি জয়কে ধর্তব্যেই রাখলেন না রোহিত