গৌতম মণ্ডল, কাকদ্বীপ: মহালয়ার পবিত্র মুহূর্তে গঙ্গাসাগরের (Gangasagar) তর্পণ করতে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের জিও গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় জখম হয়েছেন ১০ জনের বেশী পুণ্যার্থী। প্রত্যেককে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। বুধবার সকাল সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের (Kakdwip) কামারের হাট এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কে। জখমরা সবাই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটির বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না। এর জেরে বারুইপুরের চম্পাহাটির দিক থেকে আসা একটি গাড়ি অন্য একটি বাসকে সজোরে ধাক্কা মারে। তার গাড়িটি গিয়ে সোজা রাস্তার ধারে থাকা একটি পোলে ধাক্কা মারে। অন্যদিকে বাসটি নেমে যায় রাস্তার ধারে থাকা ঝোপে। চোখের সামনে এই দুর্ঘটনা ঘটতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: Kolkata Weather: ভোর থেকেই শুরু বৃষ্টি, সারাদিন আজ কেমন থাকবে মহানগরের আবহাওয়া?
বুধবার ভোর থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে মুষলধারায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এরই মধ্যে গঙ্গাসাগর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও ফলতাতে নদীর ঘাটে অসংখ্য মানুষ তর্পণের জন্য ভিড় জমিয়েছেন। গঙ্গাসাগরে লক্ষাধিক মানুষের ভিড় হয়েছে। ভিড় সামাল দিতে ব্লক প্রশাসন সবরকম প্রস্তুতি সেরে রেখেছে।
আজ দিনভর কাকদ্বীপের লট নং আট ও নামখানা জেটি থেকে অতিরিক্ত ভেসেল, লঞ্চ চালানো হবে। অতিরিক্ত বাস থাকবে সাগরের কচুবেড়িয়া থেকে। অসংখ্য মানুষের ভিড় সামাল দিতে সবরকমের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।