করুণাময় সিংহ, গাজোল: পুকুর দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল মালদার (Malda) জেলার গাজোলে (Gazole)। দুটি গোষ্ঠীর সংঘর্ষে জখম হয়েছেন অন্তত সাতজন। একের পর এক বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন প্রচুর পুলিশ কর্মী। বিষয়টিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় এলাকায়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কতজন গ্রেফতার হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক সপ্তাহ ধরেই একটি সরকারি পুকুর কাদের দখলে থাকবে তা নিয়ে দুটি গোষ্ঠীর লোকজনের মধ্যে চাপানউতোর চলছিল মালদা জেলার গাজোলে। গতকাল সেই নিয়ে বিবাদ চরমে ওঠে। মঙ্গলবার সকালে পুকুর দখলের ঘটনাকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। একে অপরের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুটি গোষ্ঠীর লোকজন। তাদের মারামারির ফলে অন্তত সাতজন জখম হয়েছে। এর পাশাপাশি একাধিক বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে প্রচুর জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় স্থানীয় এলাকায়। খবর পেয়ে প্রচুর পুলিশ কর্মী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি চলছে। মোতায়েন রয়েছেন প্রচুর পুলিশ কর্মীও। অন্যদিকে উভয় গোষ্ঠীর সংঘর্ষে জখম সাতজন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন।
একটি বাড়ির সিসিটিভিতে ভাঙচুরের ছবি ধরা পড়েছে। তাতে দেখা যাচ্ছে, একদল লোক একটি বাড়িতে গিয়ে তুমুল ভাঙচুর চালাচ্ছে। ইট ও পাথর ছোঁড়ার পাশাপাশি বাড়ির উঠোনে থাকা জিনিসপত্র ভাঙচুর করছে।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, দা সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে রাস্তার ওপরে দাপাদাপি করছে কিছু মানুষ। অন্যপক্ষের লোকজনকে লক্ষ্য করে ইটও ছুঁড়তে দেখা যায় কয়েকজনকে। কেউ বাঁশ নিয়ে তো কেউ গাছের গুঁড়ি নিয়ে ভাঙচুর চালাচ্ছে। রাস্তায় দৌড়াদৌড়ি করেছেন অনেক মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।