কলকাতা: আগামীদিনে কমপক্ষে দেড় কোটি কর্মসংস্থান হতে চলেছে বাংলায়। ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "যেখানে ভারতে ৪০ শতাংশ মানুষ কাজ হারিয়েছে। বাংলা সেখানে ৪০ শতাংশ বেকারত্ব হ্রাস করেছে। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা একসঙ্গে থাকি। বাংলায় যে থাকে সেই আমাদের পরিবারের সদস্য। আগামীদিনে কমপক্ষে দেড় কোটি কর্মসংস্থান (Employment) হতে চলেছে বাংলায় (West Bengal)।''
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন: এদিন তিনি বলেন, “আমার পরবর্তী লক্ষ্য শিল্প ক্ষেত্রে কর্মসংস্থান। করোনাকালে প্রথম রাজ্য হিসেবে বাণিজ্য সম্মেলন করেছে বাংলা। প্রথম বাণিজ্য সম্মেলনে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল। ৮ স্তম্ভের উপর রাজ্যের উন্নয়ন দাঁড়িয়ে আছে। পরিকাঠামো, স্কুল শিক্ষা, সামাজিক উন্নয়ন প্রকল্প, সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় ২ কোটি মহিলা মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন। হেলথ কার্ডে সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে। আড়াই কোটি স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে’। কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কো থেকে প্রশংসিত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে প্রকল্প আছে।‘’
শিল্প ক্ষেত্রে বাংলার সামগ্রিক চিত্র: একইসঙ্গে কর্মদিবস রক্ষা নিয়ে রাজ্য সরকার জোর দেয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “রাজ্যে কোনও কর্মদিবস নষ্ট হয় না। বাম জমানায় প্রতিবছর কর্মদিবস নষ্ট হত। রাজ্যের রাজস্ব আয় প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনাকালেও রাজ্যের জিডিপি দেশের থেকে বেশি ছিল। আমরা মানুষের মধ্যে বিভেদ করি না। ৯৫ শতাংশ মানুষ সরকারি প্রকল্পের দ্বারা উপকৃত।‘’ পাশাপাশি শিল্প ক্ষেত্রে বাংলার সামগ্রিক চিত্র তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “শিল্পের জন্য বাংলার নিজস্ব জমি আছে। ২০০-র বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে। এমএসএমই-তে ১ কোটি ৭৫ লক্ষ মানুষ কাজ করছেন। বাংলা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির গেটওয়ে। বাংলায় বিনিয়োগ করলে তার রেশ পৌঁছবে দক্ষিণ-পূর্ব এশিয়া। তাজপুর বন্দরের দিকে আমরা তাকিয়ে আছি’। জঙ্গলমহল সুন্দরী কর্মনগরী বিনিয়োগ হবে। দেউচা পাঁচামিতে ২ বৃহত্তম কয়লা ব্লকের হদিশ মিলেছে। ইতিমধ্যেই পুনর্বাসন প্রকল্প চালু হয়েছে। ৩টি শিল্প করিডোরের পরিকল্পনা রয়েছে। ওএনজিসি-র তেল উত্তোলন চালু হচ্ছে অশোকনগরে। শিল্পে বাংলাকে এক নম্বর করে তোলাই আমাদের লক্ষ্য।‘’
আরও পড়ুন: West Bengal Business Summit 2022: বক্তব্যের শুরুতেই রাজ্যপালকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর