কলকাতা: এক্কেবারে ছোট থেকে 'টলিউডের ইন্ডাস্ট্রি'-কে কাছের থেকে দেখে এসেছেন তিনি, সম্পর্কটা বেশ পারিবারিকই। শ্যুটিংয়ের ফাঁকে ছোট্ট সোহম চক্রবর্তীকে গাড়িতে চাপিয়ে চকোলেট, আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 'টলিউডের ইন্ডাস্ট্রি'র ঈর্ষণীয় ফিটনেসকে সমীহ করে চলেন সোহমও? যাঁর কোলে পিঠে বড় হয়েছেন, এখন তাঁর পাশে দাঁড়ালে সোহমের মনে হয়, তাঁকেই নাকি বুড়ো লাগবে। নিজের নতুন ছবি 'কলকাতার হ্যারি' নিয়ে গল্প করতে বসে এবিপি লাইভের সামনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অজানা গল্প তুলে ধরলেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। 


'কলকাতার হ্যারি' ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোহম বলছেন, 'আমরা ছোটবেলা থেকেই মামুকে দেখে এসেছি শুধুমাত্র ডাবের জল, টকদই আর ব্ল্যাক কফি। বুম্বামামু ফিটনেসের দিকে খুব খেয়াল রাখতেন। অর্ধেক জিনিসই খেতেন না। এখনও তাই। তবে এখনও যদি মামুকে সামান্য ভাত খেতে দেখি, খুব অবাক হই। বলি, তুমি ভাত খাচ্ছো! সেই মানুষটার পাশে দাঁড়ালে আমাদের এখন বুড়ো লাগবে। ওঁর শরীরের ওপর খেয়াল রাখাটা শেখার মতো।'


আরও পড়ুন: Soham Chakraborty Exclusive: 'করোনা পেরিয়েছি, প্রতিযোগিতা করতে গিয়ে অপর বাংলা ছবির ক্ষতি করব না '


'টলিউডের ইন্ডাস্ট্রি'-র সঙ্গে কাটানো কোনও স্মরণীয় মুহূর্ত রয়েছে? সোহম বলছেন, 'ছোটবেলার অভিনয় থেকে শুরু করে নায়ক সোহম হয়ে ওঠার পিছনে অনেকটা লড়াই রয়েছে। সেই সময়টা আমি সবসময় বুম্বামামুর থেকে সমর্থন পেয়েছি। আমায় উনি গল্প করেছিলেন.. তখন 'অমরসঙ্গী' সুপারহিট। আরও একটা দুটো ছবিতে অভিনয় করে ফেলেছেন। তারপরেও লাইট নিয়ে যায় যে ভ্যানে করে, সেই ভ্যানে করে উনি যেতেন। ওঁর জীবনেও ওঠাপড়া এসেছে। সবকিছু সরিয়ে উনি এগিয়ে গিয়েছেন। বুম্বামামু যখন বোঝাতেন, যেন একটা আলাদা গুরুত্ব পেত কথাগুলো। কলকাতার হ্যারি ছবির চরিত্রটা নিয়ে যখন ওঁর কাছে গিয়েছিলাম, উনি আমার কথা ফেলতে পারেননি, রাজি হয়ে যান। এটাই আমার কাছে বড় পাওয়া।'