পার্থপ্রতিম দাস, ভাস্কর মুখোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায়, শক্তিগড়: শক্তিগড়ে শ্যুটআউটে খুন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা। ওই শ্যুটআউটের সময় ঘটনাস্থলেই ছিল কেন্দ্রীয় এজেন্সির খাতায় পলাতক গরুপাচার মামলায় অভিযুক্ত শেখ আব্দুল লতিফ। যে ফরচুনার গাড়ির মধ্যে খুন, সেই গাড়ির পাশে ঘুরে বেড়াচ্ছে লতিফ, এমনই ভিডিও ভাইরাল হয়েছে।


যে গাড়িতে খুন হয়েছে, সেই গাড়িটি শেখ আব্দুল লতিফের। কেন্দ্রীয় এজেন্সির খাতায় অধরা, অথচ তার গাড়িতেই খুন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই আব্দুল লতিফ উপস্থিত থাকলেও কেন কেউ জানল না তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ দাবি করেছিল তিনজন ছিল, গাড়ির চালক, কয়লা মাফিয়া ও রাজুর সঙ্গী ব্রতীন। কিন্তু ভিডিওতে দেখা যায় সেখানে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ। ঘটনাস্থলেই গরুপাচার মামলায় অভিযুক্ত লতিফ ছিল, জানতেই পারল না পুলিশ, উঠছে এমন প্রশ্ন।


বীরভূমের ইলামবাজারে বাড়ি। সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে তাঁর। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। ফুটেজে দেখা যাচ্ছে, জামা ও জিন্স পরা আব্দুল লতিফ ওই গাড়ির পাশেই ফোন কানে নিয়ে হাঁটাহাঁটি করছেন। এই ঘটনার পরেই আব্দুল লতিফ কোথায় গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ বলছে এই জায়গায় ৩ জন উপস্থিত ছিলেন, কি


গাড়ির প্রথম মালিক কে?
শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির প্রথম মালিকের হদিশ পেল এবিপি আনন্দ। শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির রেজিস্ট্রেশন পাটুলির বাসিন্দা সোহম চক্রবর্তীর মায়ের নামে রয়েছে। সোহম চক্রবর্তী বলেন, '২০১৭-য় গাড়িটি কিনেছিলাম, ২০২২-এ বিক্রি করে দিই। একটি সংস্থার মাধ্যমে গাড়িটি বিক্রি করেছিলাম, কিন্তু এখনও নাম ট্রান্সফার হয়নি।' সোহম জানান, সংস্থার তরফে জানানো হয়েছিল নাম ট্রান্সফার না হওয়ার পর্যন্ত ১০ হাজার টাকা দেওয়া হবে না। সেই নাম বদলে বেশ কিছুদিন সময় লাগবে বলেও জানিয়েছে সংস্থাটি, দাবি সোহমের। সেই কারণেই এখনও ১০ হাজার টাকা তিনি পাননি। ওই সংস্থার সঙ্গে দাম সংক্রান্ত আলোচনা এবং আরও যাবতীয় কথা মেলের মাধ্য়মে হয়েছে। সেই যাবতীয় তথ্য এবং টাকার লেনদেনের নথি তাঁর কাছে রয়েছে। পুলিশ চাইলে যাবতীয় তথ্য তিনি দিতে পারবেন, জানিয়েছেন পাটুলির বাসিন্দা সোহম চক্রবর্তী। সোহম আরও জানান, যাঁর কাছে গাড়িটি বিক্রি করা হবে সেটা তাঁর কাছে জানিয়ে নাম বদলের জন্য জানানো হবে।কিন্তু সংস্থার তরফে তাঁকে কিছু জানানো হয়নি বলে দাবি সোহমের।


আরও পড়ুন: ২০ ঘণ্টা পার, এখনও অধরা রাজু ঝা-খুনে অভিযুক্ত দুষ্কৃতীরা