কলকাতা: চর্চার কেন্দ্রে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর (Nita Mukesh Ambani Cultural Centre or NMACC)-র উদ্বোধনী অনুষ্ঠান। সে খোদ নীতা অম্বানির পারফরম্যান্সই হোক, শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর 'ঝুমে জো পাঠান' বা প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra)-র নাচ.. শিরোনামে জায়গা করে নিয়েছে এই সবই। তবে এর মধ্যে নজর কাড়ল বরুণ ধবনের (Varun Dhawan)-এর পারফরম্যান্স। প্রশংসার পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার ভাইরাল হঠাৎ সুপার মডেল জিজি হাদিককে মঞ্চে ডেকে বরুণের কোলে তুলে নেওয়ার দৃশ্য। কেবল কোলে নিয়ে নাচ নয়, জিজির গালে চুম্বনও এঁকে দেন বরুণ। প্রকাশ্যে আসতেই বরুণের এই কাজ নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু জিজি কী প্রস্তুত ছিলেন এই মুহূর্তের জন্য? বিতর্ক থামাতে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেন বরুণই। 


'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর ২ দিন ব্যাপি অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড থেকে শুরু কর ক্রীড়াজগত ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও। সেখানে আয়োজন করা হয়েছিল বলিউড অভিনেতা অভিনেত্রীদের ঢালাও পারফরম্যান্সের। এখানেই একটি পারফরম্যান্স ছিল কিং খানের। তাঁর সঙ্গে পা মিলিয়েছিলেন রণবীর সিংহ (Ranbir Singh) ও বরুণ ধবন। এই পারফরম্যান্সের অংশ হিসেবেই আমেরিকান সুপার মডেল জিজি হাদিককে (Gigi Hadid) মঞ্চে ডেকে নেন বরুণ, তাঁর গালে এঁকে দেন চুম্বন। সোশ্যাল মিডিয়ায় এই ফুটেজটি ভাইরাল হয়।


 






আজ সকালে বরুণ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে স্পষ্ট ভাষায় লেখেন, জিজি হাদিককে মঞ্চে ডাকা, তাঁকে কোলে তুলে নেওয়া এমনকি তাঁর গালে চুম্বন করা... সবটাই ছিল পারফরম্যান্সের অংশ। গোটা বিষয়টাই পূর্ব পরিকল্পিত ছিল। সবটার জন্য তৈরিই ছিলেন জিজি। ছোট্ট ট্যুইটেই যাবতীয় জল্পনা থামাতে চাইলেন বরুণ। যদিও এই পারফরম্যান্স নিয়ে বিন্দুমাত্র কোনও আপত্তি প্রকাশ করেননি জিজি নিজে।


 






আরও পড়ুন: Hrithik and Saba: NMACC-এর অনুষ্ঠানে লাল গাউনে হৃতিকের বাহুলগ্না সাবা, ফ্রেমবন্দি প্রেমের গল্প