কলকাতা: গ্রামবাসীদের প্রতিরোধ, পিছু হটল তৃণমূলের (TMC) বাইক (Bikes) বাহিনী। চাপড়ায় মনোনয়ন প্রত্যাহারে সিপিএম (CPIM) প্রার্থীর বাড়িতে হামলা। মনোনয়ন প্রত্যাহারে অস্ত্র দেখিয়ে সিপিএম প্রার্থীকে হুমকির অভিযোগ। লাঠি, ঝাঁটা নিয়ে গ্রামবাসীদের প্রতিরোধ, চম্পট দিল বাইক বাহিনী। হুমকি দেওয়ার প্রয়োজনই নেই, দলের কেউ জড়িত নয়, দাবি তৃণমূলের।                              


অন্যান্য জেলাতেও মনোনয়ন প্রত্যাহার চাপ


পূর্ব বর্ধমান


বাড়িতে চড়াও হয়ে মনোনয়ন তুলতে চাপ, সিপিএম প্রার্থীকে না পেয়ে, তাঁর দাদাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের গিধগ্রাম গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সাইফুল শেখের প্রস্তাবক তাঁর দাদা মুন্না শেখ। অভিযোগ, রক্তাক্ত অবস্থায় বাড়ির কাছে পুলিশ ফাঁড়িতে ছুটে গেলেও সাহায্য মেলেনি। এরপর কাটোয়া থানায় গেলে সিপিএম প্রার্থীর পরিবারকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, মনোনয়ন পেশের পর থেকেই ভয়ে বাড়িছাড়া সিপিএম প্রার্থী। হামলা-যোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা।                                                                                                                        


হুগলি


পঞ্চায়েত ভোটের আগেই হুগলির আরামবাগে অশান্তি। গোঘাটের কামারপুকুরে সিপিএম নেতা তিলক ঘোষের বাড়িতে বোমাবাজি। ভেঙে যায় জানলার কাচ। সিপিএম নেতার বাড়ির সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। অভিযোগের তির তৃণমূলের দিকে। সিপিএমের দাবি, মনোনয়ন তুলতে তাদের প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছিল। প্রার্থীদের পাশে দাঁড়ানোয় শাসকদলের রোষের মুখে পড়েন সিপিএম নেতা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


সোদপুর


মনোনয়ন প্রত্যাহারে হুমকি, না করায় সিপিএম প্রার্থীর উপরে হামলা। সোদপুরের বিলকান্দায় সিপিএম প্রার্থীর উপরে হামলা, বাড়ি-দোকান ভাঙচুর। মনোনয়ন প্রত্যাহারে চাপ দিয়ে হামলা, ঘরবন্দি সিপিএম প্রার্থীর পরিবার। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের।  


 


আরও পড়ুন, রাতে দুধ খেলে কী কী সমস্যা হতে পারে ?