Drinking Milk At Night : রাতে দুধ খেলে কী কী সমস্যা হতে পারে ?

সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দুধের জুড়ি নেই। তবে কেউ সকালে, কেউ সন্ধ্যায় দুধ খান।

রাতে দুধ খেলে কী কী সমস্যা হতে পারে ?

1/9
ঘুমোতে যাওয়ার আগে কি সত্যিই দুধ খাওয়া উপকারী ? দুধে আছে ক্যালসিয়াম, সোডিয়াম, প্রোটিন, ভিটামিন (A, K এবং B12), চর্বি, অ্যামিনো অ্যাসিড, ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্টের পুষ্টিগুণ। তাই ছোট থেকে বড় সকলেই খাদ্য তালিকায় দুধ রাখার পক্ষে।
2/9
সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দুধের জুড়ি নেই। তবে কেউ সকালে, কেউ সন্ধ্যায় দুধ খান। কেউ কেউ মনে করেন,দুধ খাওয়ার সর্বোত্তম সময় হল বিছানায় শুতে যাওয়ার ঠিক আগে। আবার কেউ কেউ এর বিরুদ্ধে।
3/9
বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন, এক কাপ গরম দুধ, সামান্য আদা, এলাচ এবং হলুদ দিয়ে পান করলে ঘুম ভাল হয়। তাড়াতাড়ি ঘুম আনতে সাহায্য করে এক কাপ গরম দুধ ।
4/9
কেউ কেউ মনে করেন, দুধ হাড়ের স্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে । সন্ধ্যায় শারীরিক কার্যকলাপের মাত্রা কম থাকার কারণে রাতে ক্যালসিয়ামের শোষণ সর্বোত্তম।
5/9
যাঁরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাঁরা অবশ্যই এক গ্লাস গরম দুধ খান ঘুমোতে যাওয়ার আগে। পরদিন পেট পরিষ্কার হতে সুবিধে হবে।
6/9
রাতে দুধ পান করলে কয়েকজনের খাবার হজমে সমস্যা হয়। তাঁরা যদি রাতে দুধ খান তাঁদের পেট সংক্রান্ত বিভিন্ন সমস্যা হতে পারে।
7/9
রাতে ঠাণ্ডা দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। ঠাণ্ডা দুধ খেলে গলা ও পেটে সমস্যা হতে পারে।
8/9
কেউ কেউ মনে করেন, যাঁরা জিমে যান তাঁদের জন্য সকালে দুধ পান করা উপকারী হতে পারে। আবার কোনও কোনও চিকিৎসকদের মতে, যে কোনও সময় দুধ পান করা উপকারী।
9/9
দুধ খাওয়ার আগে বা পরে কিছুক্ষণের জন্য টক ফল খাওয়া এড়িয়ে চলতে হবে। অনেক সময় সকালে দুধের সঙ্গে কেউ কেউ ফল খেতে পারেন। এতে অনেকের পেট সংক্রান্ত সমস্যা হতে পারে।
Sponsored Links by Taboola