সুকান্ত মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  কর্মব্যস্ত সময়ে কলকাতা মেট্রো ( Kolkata Metro ) লাইনে উদ্ধার হল দেহ ! আর তা ঘিরেই দানা বেঁধেছে নানা রহস্য। রবীন্দ্র সরোবর ও টালিগঞ্জ স্টেশনের মাঝে ডাউন লাইনে এদিন এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। কোথা থেকে এল দেহ ? কার দেহ ? এখনও তা নিয়ে রহস্য। 


বুধবার সকাল ৯টা ৪৭ মিনিটে বিষয়টি দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর মোটরম্যানের নজরে আসে। কীভাবে দুই স্টেশনের মাঝে মেট্রোর লাইনে দেহ এল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। মেট্রো রেল সূত্রে খবর, রবীন্দ্র সরোবর স্টেশন থেকে সাড়ে ৭০০ মিটার এবং টালিগঞ্জ স্টেশন থেকে এক কিলোমিটার দূরে ডাউন লাইনের ট্র্যাকের কাছাকাছি পড়েছিল দেহ। বছর ৩৫-৪০-এর ওই ব্যক্তির পরনে ছিল কালো টি-শার্ট আর নীল জিন্স। সকাল ৯টা ৪৭ মিনিটে বিষয়টি দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর মোটরম্য়ানের নজরে আসে। তিনিই কন্ট্রোল রুমে খবর দেন।


১০টা ৩ মিনিট থেকে রবীন্দ্র সরোবর থেকে নিউ গড়িয়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে বন্ধ রয়েছে মেট্রো চলাচল। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে। ব্যস্ত অফিস টাইমে এই ঘটনায় দুর্ভোগের শিকার হয়েছেন মেট্রো যাত্রীরা।


প্রশ্ন উঠছে, মেট্রোর সুরক্ষা বলয় এড়িয়ে কীভাবে সুড়ঙ্গে ঢুকে গেলেন ওই ব্যক্তি, কীভাবেই বা তিনি মারা গেলেন? এই ঘটনা কেন স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়ল না? উঠছে একাধিক প্রশ্ন। মেট্রো-সুড়ঙ্গে দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমেছে আরপিএফ ও রিজেন্ট পার্ক থানার পুলিশ। 


বারবার মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনা


এর আগে গত সেপ্টেম্বরে  মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। সকাল ১০টার কিছু আগে গিরিশ পার্ক স্টেশনে নিউ গড়িয়াগামী ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এর জেরে ৯টা ৫৫ থেকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।  ওই ব্যক্তিকে উদ্ধার করার পর, সকাল ১০টা ২৪ মিনিটে ফের চালু হয় মেট্রো পরিষেবা। অফিস টাইমে আধঘণ্টা মেট্রো বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। বারবার মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। 


চলতি বছরে জামাইষষ্ঠীর দিন মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক ব্যক্তি। কালীঘাট স্টেশনের ডাউন লাইনে ট্রেন ঢোকার সময় বছর ৫৫-র এক ব্যক্তি ঝাঁপ দেন মেট্রোর সামনে। চালক ব্রেক কষলেও বাঁচানো যায়নি বেহালা পর্ণশ্রীর বাসিন্দা সুজিত সাউকে।            


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y