সৌভিক মজুমদার, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার SSC-র দুই প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহা। অভিযোগ, CBI আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তাঁরা। ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির ধারায় FIR করা হয়েছে।
আজ মেডিক্যাল টেস্টের পর SSC-র দুই প্রাক্তন কর্তাকে তোলা হবে আদালতে। সিবিআই সূত্রে খবর, শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহাকে জেরা করার জন্য নিজেদের হেফাজতে চাওয়া হবে। নিয়োগ দুর্নীতির তদন্তে হাইকোর্টে প্রায় দেড় হাজার পাতার রিপোর্ট জমা দিয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের অনুসন্ধান কমিটি। সেই কমিটির রিপোর্টে নাম ছিল শান্তিপ্রসাদ সিন্হা-অশোক সাহার।
উল্লেখ্য, হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টে নাম ছিল শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহার। ২ দিন আগেই এসএসসি (SSC) আন্দোলনকারী সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ( Education Minister Bratya Basu)। প্রায় এক ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য বসু। তিনি বলেন, 'আশা করছি ভবিষ্যতে আর কোনও অসুবিধা হবে না।'
আরও পড়ুন, ‘পার্থ যা করেছেন, লজ্জিত, তৃণমূলের সবাই চোর নয়’ সম্পত্তিবৃদ্ধি মামলা নিয়ে কী জানাল তৃণমূল
এদিকে সম্পত্তি বৃদ্ধি নিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘নির্বাচনী হলফনামায় আয়-ব্যয়ের সব হিসাব দিয়েছি। আয়কর দফতর কোনও পদক্ষেপ করেনি। রোজগার করা, সম্পত্তি বাড়ানো অন্যায় নয়। এটা জনস্বার্থ মামলা নয়, রাজনৈতিক স্বার্থে করা মামলা। অমিত শাহর ছেলে জয় শাহর সম্পত্তির পরিমাণ কত? বিজেপির বি টিম হয়ে কংগ্রেস-সিপিএম আক্রমণ করছে। অর্ধেক তথ্য প্রকাশ করছেন কেন? পার্থ যা করেছেন, তাতে আমরা লজ্জিত। কিন্তু তার মানে এটা নয় যে, তৃণমূলের সবাই চোর। সম্পত্তি বৃদ্ধির তালিকায় নাম রয়েছে অধীর চৌধুরী, আবু হেনা, সূর্যকান্ত মিশ্রর। নাম আছে অশোক ভট্টাচার্য, কান্তি গঙ্গোপাধ্যায়, নেপাল মাহাতোরও। অর্ধ সত্য তালিকা প্রকাশ করে তৃণমূল নেতাদের আক্রমণ করছে সিপিএম-কংগ্রেস। আদালতের রায় নিয়ে মন্তব্য নেই। সেই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করব’ ‘২০২১ সালে জেতা বিজেপি প্রার্থীদের সম্পত্তির দিকেও নজর থাকবে’। আয় বৃদ্ধির তালিকায় নাম রয়েছে ১৩ বাম নেতার। আয় বৃদ্ধির তালিকায় নাম রয়েছে ৯ কংগ্রেস নেতার।'