কলকাতা: আগুন জ্বালিয়ে বিক্ষোভ, পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোর চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এবার আবাস যোজনা নিয়ে বিক্ষোভের আঁচ নন্দীগ্রামে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে, বিক্ষোভে সামিল হল বিজেপি। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের, আমদাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আবাস যোজনার চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাওয়ায়, বিক্ষোভ দেখান উপভোক্তারা। বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয় বিজেপিও।  পঞ্চায়েত অফিসের গেটে তালা লাগানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। 


আবাস তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ। মুর্শিদাবাদের রানিনগর ২ ব্লকের কালীনগর এক নম্বর পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। সকাল থেকেই পঞ্চায়েত অফিসে তালিয়ে ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, আবাস প্লাসে তালিকায় নাম ছিল তাঁদের, কিন্তু সমীক্ষার পর সেই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অথচ শাসক দলের লোকজনের নাম রয়েছে আবাস তালিকায়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। যদিও এবিষয়ে পঞ্চায়েত প্রধানের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির দাবি প্রধান বা মেম্বারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।


আবাস তালিকায় দুর্নীতির অভিযোগে আজও জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। মুর্শিদাবাদের রানিনগর ও পূর্ব বর্ধমানের কালনায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। 


পঞ্চায়েত ভোটের আগে আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠছে! দুর্নীতিতে নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের। শুক্রবারও জেলায় জেলায় অব্যাহত বঞ্চিতদের বিক্ষোভ। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। 


আবাস প্লাসের তালিকায় নাম ছিল। কিন্তু, সার্ভের পর সেই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূল পরিচালিত কালীনগর-১ নম্বর পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা।


তাঁদের আরও অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে টাকা দিয়ে অনেকেই তালিকায় নাম তুলিয়েছেন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রানিনগর থানার পুলিশ। ঘণ্টা দুয়েক পর বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। এনিয়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল নেতৃত্বের আশ্বাস, কারও দোষ প্রমাণিত হলে, ব্যবস্থা নেওয়া হবে। 


ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের হাট কালনা পঞ্চায়েত এলাকাতেও। কাটমানি নেওয়ার পরেও তালিকায় না আসার অভিযোগ তুলে এদিন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। প্রধানের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।


অভিযুক্তদের তালিকা পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কালনার তৃণমূল বিধায়ক। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আবাস যোজনা নিয়ে ক্ষোভের আঁচ রাজ্যজুড়ে ছড়াচ্ছে। এর প্রভাব কি পড়বে পঞ্চায়েত ভোটে? উত্তর মিলবে ভোটের ফলে।