শুভেন্দু ভট্টাচার্য, প্রদ্যোৎ সরকার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, কোচবিহার, নদিয়া ও হুগলি: আবাস যোজনার ঘরের তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম কেটে দেওয়ার অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। যোগ্য়রা ঘর না পাওয়ার অভিযোগে বিক্ষোভ নদিয়া ও হুগলিতে। তিন জেলাতেই প্রশাসনের আশ্বাস, অভিযোগ খতিয়ে দেখা হবে।


তুফানগঞ্জে পথ আটকে প্রতিবাদ করা হয়। নাকাশিপাড়ায় পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হয়। কোদালিয়ায় পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সবই আবাস যোজনা নিয়ে অভিযোগ। যত দিন যাচ্ছে ততই জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ। চলছে প্রতিবাদ-বিক্ষোভ।


কোচবিহারে অবরোধ:
আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায় নাম থাকা সত্বেও নাম কেটে দেওয়ার অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জ ১ নং ব্লকে। প্রতিবাদে শুক্রবার সকালে অন্দরান ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়ায় তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রশাসনের বিরুদ্ধেই অভিযোগ করেছেন। দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ-অবস্থান। তারপরে প্রশাসনের আশ্বাসে ঘণ্টাখানেক পরে পথ অবরোধ ওঠে। সমস্যা সমাধানের আশ্বাস দেন তুফানগঞ্জ ১-এর বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায়।


নদিয়ায় বিক্ষোভ:
প্রায় একইরকম দুর্নীতির অভিযোগে সরগরম হয়েছে নদিয়ার নাকাশিপাড়াও। অভিযোগ, গরিব মানুষ ঘর পাচ্ছেন না, যাঁদের দোতলা পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম উঠছে আবাস যোজনা প্রাপকদের তালিকায়। এমনই অভিযোগে সরগরম নদিয়ার নাকাশিপাড়া ব্লকের পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রতিবাদে পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যোগ্যরা প্রকল্পের সুবিধা না পাওয়ায় পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হয়। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে  নাকাশিপাড়ার পাটিকাবাড়ি পঞ্চায়েতের কর্তৃপক্ষের তরফে।


একই অভিযোগ উঠেছে হুগলির কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রতিবাদে এক পঞ্চায়েত সদস্যকে ঘিরে এদিন সকালে বিক্ষোভ দেখান এলকার বাসিন্দারা। অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্য।


নানা জেলায় এমন ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই শাসকদলকে নিশানা করছে বিরোধীরা। হুগলির পোলবায় যেমন সিপিএম ও বিজেপির স্থানীয় কর্মীদের একসঙ্গে মিছিল করতে দেখা গিয়েছে। তেমনই শুক্রবার রানাঘাটে শুভেন্দু অধিকারী তাঁর সভা থেকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়ে শাসক দলকে নিশানা করেছেন। 

আরও পড়ুন: আবাস যোজনায় দুর্নীতি! হুগলিতে একসঙ্গে পথে সিপিএম-বিজেপি