সৌরভ বন্দ্যোপাধ্যায়, কমলকৃষ্ণ দে ও উজ্জ্বল মুখোপাধ্যায়, হুগলি: এবার দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে একইসঙ্গে পথে বিজেপি ও সিপিএম কর্মীরা। হুগলিতে দেখা গেল এমনই দৃশ্য। এক মিছিলেই হাঁটতে দেখা গেল বিজেপি ও সিপিএম কর্মীদের। পঞ্চায়েত ভোটের আগে হুগলির পোলবার এই ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। এটা স্থানীয় স্তরের রসায়নের ফল, দাবি বাম ও বিজেপি নেতৃত্বের। এমন ঘটনায় সিপিএম ও বিজেপিকে একসারিতে রেখে আক্রমণ শানিয়েছে তৃণমূল। যা নিয়ে শুরু হয়েছে তুমুল তরজা।
একসঙ্গে দুই দলের পতাকা:
বারবার রাজ্যে আবাস যোজনায় দুর্নীতি আর স্বজনপোষণের অভিযোগ উঠেছে। রাজ্যজুড়ে ক্ষোভ-বিক্ষোভ ক্রমেই বাড়ছে। এদিকে সব ঠিক থাকলে নতুন বছরেই পঞ্চায়েত ভোট। আর তার আগে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। এই পরিস্থিতিতে হুগলির পোলবায় তৃণমূলের বিরুদ্ধে মিছিলে একইসঙ্গে দেখা গেল বিজেপি ও সিপিএমের পতাকা। শুক্রবার, পোলবার হারিট পঞ্চায়েত অফিসের সামনে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি। সেই মিছিলে দলীয় পতাকা হাতে হাঁটতে দেখা যায় সিপিএম কর্মীদেরও।
কী দাবি:
পোলবার সিপিএম কর্মী আখতার হোসেন বলেন, 'আমরা ঘর-বাড়ি জব কার্ড কিছু পাইনি। তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সিপিএম এক হয়ে আমরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছি।' পঞ্চায়েত ভোটের আগে একসঙ্গে বিজেপি-সিপিএম মিছিলে হাঁটায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, 'আমাদের আসল উদ্দেশ্য চোর তারাও গ্রাম জাগাও। গ্রামকে জাগাতে গিয়ে কোন বিজেপি যদি জেগে যায় ঘুমন্ত অবস্থায় তাতে ক্ষতি নেই। কিন্তু বিজেপির সাথে বা তৃণমূলের সাথে একসঙ্গে আন্দোলনের কোন প্রশ্ন নেই।' বাম-বিজেপি আঁতাঁত নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দল। তৃণমূলের বিধায়ক ও মুখপাত্র তাপস রায় বলেন, 'আগে গোপনে আঁতাঁত ছিল, এখন প্রকাশ্যেই জানিয়ে দিচ্ছে।'
সম্প্রতি একাধিক জায়গায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে তৃণমূলকে হারাতে স্থানীয় স্তরে জোট বাঁধতে দেখা গিয়েছিল বাম-বিজেপিকে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার সহ একাধিক সমবায়ের নির্বাচনে জয়ী হয়, বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ।এবার আবাস যোজনায় দুর্নীতি ইস্যুতে এক মিছিলে হাঁটতে দেখা দেল দুই দলকে।
আরও পড়ুন: বাড়ির পিছনে বর্জ্য, ফেসবুক পেজে ক্ষোভ জানানোয় তৃণমূল কাউন্সিলরের 'রোষের' মুখে মহিলা !