কলকাতা : আবাস-দুর্নীতির তদন্তে (Awas Yojana Probe) গিয়ে জেলায় জেলায় বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় দল (Central Team)। কোথাও হাতেকলমে দুর্নীতির প্রমাণ পেয়ে পঞ্চায়েত সচিবের কাছে ঘুষ নিয়েছেন কি না জানতে চাইলেন  কেন্দ্রীয় প্রতিনিধিরা। আবার কোথাও কেন্দ্রীয় দলের গাড়ি ঘিরে চলল বিক্ষোভ (Agitation)। 


নন্দকুমারে বিক্ষোভ-প্রশ্নের মুখে


আবাস-দুর্নীতির অভিযোগের তদন্তে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। সরেজমিনে অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে কোথাও কোথাও বিক্ষোভের মুখে পড়ছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। 
আবার কোথাও দেখা যাচ্ছে উল্টো ছবি। এদিন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) নন্দকুমারে (Nandakumar) কুমোরচক গ্রাম পঞ্চায়েত এলাকায় যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। আবাস তালিকায় প্রকৃত প্রাপকরা বঞ্চিত হয়েছে বলে তাঁদের সামনে ক্ষোভ উগরে দেন বিজেপি (BJP) কর্মীরা। নিজেদের মধ্যেই বাগ্‍‍বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। এরপর তদন্তে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিরা জানতে পারেন, দোতলা এই পাকা বাড়ির মালিকের নাম রয়েছে আবাস তালিকায়। এ নিয়ে কেন্দ্রীয় দলের প্রশ্নের মুখে পড়েন পঞ্চায়েত সচিব। 


মুর্শিদাবাদের ছবি


মুর্শিদাবাদের (Murshidabad) নওদার মধুপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়ায় বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিনিধিদল। আবাস তালিকায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে কেন্দ্রীয় দলের গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে বিডিও-র কাছ থেকে আশ্বাস পেয়ে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। বিক্ষোভ উঠলেও, তদন্ত না করেই ফিরে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। 


পূর্ব বর্ধমানেও বিক্ষোভে মুখে


অন্যদিকে, পূর্ব বর্ধমানের গলসিতে উড়ালপুলের দাবিতে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিনিধিরা। গলিগ্রাম-গুসকরা মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব বর্ধমানের বুদবুদ গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে যায় কেন্দ্রীয় দল। প্রকৃত প্রাপকরা বঞ্চিত হয়েছেন কি না, তা জানতে চাওয়ার পাশাপাশি, আবাসের টাকায় বাড়ি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। 


এদিকে, কেন্দ্রীয় দল (Central Team) আসা নিয়ে এমনিতেই তৃণমূল (TMC)-বিজেপি (BJP) সংঘাত চরমে উঠেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Awas Yojna), মিড ডে মিলের (Midday Meal) পরে এবার ১০০ দিনের কাজের (100 Days Work) অগ্রগতি খতিয়ে দেখতেও রাজ্য়ে আসছে কেন্দ্রীয় দল। রাজ্য়কে পাঠানো চিঠিতে কেন্দ্র জানিয়েছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস ধরে রাজ্য়ের বারোটা জেলা পরিদর্শন করবেন কেন্দ্রীয় দলের সদস্য়রা।


আরও পড়ুন- মেরামতির কাজের জন্য শনি থেকে সোমবার শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন