সুকান্ত মুখোপাধ্য়ায়, আবীর দত্ত, কলকাতা:  নিয়োগ-দুর্নীতিকাণ্ডে (Recruitment Corruption) এবার অয়ন শীলের (Ayan Seal) একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ পেল ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, ওই সমস্ত লকারে অয়নের সঙ্গে যৌথভাবে নাম রয়েছে তাঁর স্ত্রী কাকলির। অয়নকে জেরায় এই তথ্য মিলেছে বলে ইডি-র দাবি। সূত্রের খবর, এর মধ্যে দু’বার অয়নের স্ত্রী কাকলি শীলের সঙ্গে ফোনে যোগাযোগ করেছে ইডি। অয়নের ছেলে অভিষেকের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। ইডি-র দাবি, অয়নের সংস্থা ABS ইনফোজোনের দ্বিতীয় ডিরেক্টর তাঁর স্ত্রী কাকলি। কাকলির অ্যাকাউন্ট থেকেও বার তিনেক কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। এই সমস্ত টাকা নিয়োগ-দুর্নীতির বলেই মনে করছে ইডি। 


জেলায় জেলায় নামে বেনামে কেনা জমি করোনাকালে কেনা পেট্রোলপাম্প নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের থেকে সম্পত্তির নিরিখে কম যান না প্রোমোটার অয়ন শীল। ইডি সূত্রে আগেই এই দাবি করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, অয়নের সল্টলেকের অফিসে হানা দিয়ে স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার হয়েছে। আর এক্ষেত্রে গোটা পরিবারকেই পাপের জালে জড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, প্রোমোটার অয়ন শীলের বিরুদ্ধে। 


ED সূত্রে দাবি, অয়ন শীল, অয়নের স্ত্রী কাকলি, ছেলে অভিষেক, অয়নের বাবা সদানন্দ শীল, মা অমিতা, অয়নের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী, অয়নের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্য়ায়, অয়নের অফিসের কর্মী, আত্মীয় স্বজনদের নামে সবমিলিয়ে মোট ৪২টি অ্য়াকাউন্টের হদিশ মিলেছে। এখানেই শেষ নয়। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, ধৃত অয়ন শীলের একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ মিলেছে। সূত্রের খবর, ওই সমস্ত লকারে অয়নের সঙ্গে যৌথভাবে নাম রয়েছে তাঁর স্ত্রী কাকলির।  ধৃত অয়নকে জেরা করেই এই সংক্রান্ত তথ্য মিলেছে বলে ইডি সূত্রে দাবি। 


ইডি সূত্রে দাবি, অয়নের সংস্থা ABS ইনফোজোনের দ্বিতীয় ডিরেক্টর তাঁর স্ত্রী কাকলি। কাকলি শীলের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট থেকেও বার তিনেক কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। এই সমস্ত টাকা নিয়োগ-দুর্নীতির বলেই মনে করছে ইডি। যদিও ধৃত অয়নের স্ত্রীর দাবি, তিনি এসব বিষয়ে কিছুই জানেন না। সূত্রের খবর, এর মধ্যে দু’বার অয়নের স্ত্রী কাকলি শীলের সঙ্গে ফোনে যোগাযোগ করেছে ইডি। অয়নের ছেলে অভিষেকের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে যান অয়নের স্ত্রী কাকলি।