বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : উত্তরবঙ্গকে ( North Bengal ) পৃথক রাজ্য করার দাবি আগেই তুলেছিল বিজেপির একাংশ, এবার বাংলা-বিহারের ৫ জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি ঘিরে বঙ্গ-রাজনীতিতে উথালপাথাল চলছে। অন্যদিকে, উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব পর্ষদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar )। আর এরই মধ্য়ে কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। আর এতেই বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ শানাল তৃণমূল। কিন্তু এই ইস্যুতে বিজেপির সকলেই একই সুরে কথা বলছেন না !
খোদ নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এই প্রস্তাব দিয়েছেন বিজেপির রাজ্য় সভাপতি ও উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার! তাঁর প্রস্তাব বাংলার মধ্য়ে রেখেই উত্তরবঙ্গের আটটি জেলাকে উত্তর-পূর্ব পর্ষদে যুক্ত করা হোক । আর তাঁর এই প্রস্তাবই বিজেপির অন্দরে দীর্ঘদিন দিন ধরে ওঠা বাংলা ভেঙে পৃথক রাজ্য় কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে যেন ধোঁয়া দিয়েছে।
সুকান্তর এই দাবি ঘিরে বঙ্গ বিজেপির অন্দরেই যেন দুই গোলার্ধ! 'আমরা কোনওদিন বাংলা ভাগের পক্ষে নই। এটা একটা অপপ্রচার।' বলছেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। আবার বিজেপিরই কার্শিয়ংয়ের বিধায়ক আবার রাজ্য় সভাপতির দাবিকে আজগুবি আখ্য়া দিয়ে পৃথক অস্তিত্বের পক্ষে সওয়াল করছেন। অর্থাৎ উত্তরবঙ্গ নিয়ে কী করা উচিত, পৃথক রাজ্য়, কেন্দ্রশাসিত অঞ্চল না কি বাংলার মধ্য়ে থেকেই কোনও বিকল্প, তা নিয়ে বিজেপির অন্দরেই মতপার্থক্য় রয়েছে।
বিজেপি সাংসদ অনন্ত মহারাজের দাবি, ' কোচবিহার কখনও পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়। সরকার তো কথা দিয়েছে, লিখিত। PAB-তে বলা আছে। শুধু কথাটা উল্লেখ করা নেই। কিন্তু মৌখিকভাবে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। সরকার বলেছে কেন্দ্রশাসিত অঞ্চল করবে গ্রেটার কোচবিহারকে।'
অন্যদিকে আবার বিজেপি সাংসদ রাজু বিস্ত বলছেন, 'বাংলায় যে সরকারই ছিল, আগে যেমন কমিউনিস্টদের ছিল, এখন যেমন তৃণমূলের রয়েছে। তারা উত্তরবঙ্গকে শুধুই প্রতারিত করেছে। আমাদের থেকে আপনারা শুধু পয়সা, কর, রাজস্ব আদায় করবেন, তার বদলে আমাদের সঙ্গে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো ব্য়বহার করবেন।'
২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছিল বিজেপি। তৃণমূলকে খালি হাতে ফিরতে হয়েছিল। কংগ্রেস একটি পেয়েছিল। আর এবারের ভোটে উত্তরবঙ্গের ৬টিতে জয়ী হয়েছে বিজেপি। একটি পেয়েছে কংগ্রেস, আরেকটি তৃণমূল।