সোমনাথ চট্টোপাধ্যায়: আগামী বছর বাজারে আসছে টয়োটা হাইরাইডারের ৭ সিটার মডেল। মূলত তিনটি রোয়ের মডেল নিয়ে আসতে চলেছে টয়োটা। হাইরাইডারের এই নতুন সংস্করণে হুন্ডাই আলকাজার এবং মহিন্দ্রা এক্সইউভি (Toyota Cars) মডেলকে জোর টেক্কা দেবে বলেই ধারণা করা হচ্ছে। এই তিনটি রোয়ের এসইউভিতে থাকবে একটি বড়সড় হুইলবেস। আগামী বছর মারুতি সংস্করণের সঙ্গে খারখোদার কারখানায় এই গাড়িটি তৈরি করা হবে। ফলে আগামী বছরের শুরুতেই এই হাইরাইডার (Toyota Hyryder 7 Seater) ৭ সিটার মডেলের লঞ্চ একটি বড় ইভেন্ট হতে চলেছে।
মারুতির প্ল্যান্টেই তৈরি হবে টয়োটার গাড়ি
টয়োটা হাইরাইডার ৭ সিটার মডেলটি তৈরি হবে মারুতির কারখানাতেই। কিন্তু গ্র্যান্ড ভিতারার মত এই গাড়িটিও হতে পারে ৫ সিটার মডেলের থেকে খানিক আলাদা। এটি একটি সম্পূর্ণ হাইব্রিড মডেলের গাড়ি এবং এতে মাইল্ড হাইব্রিড পাওয়ারট্রেনের সঙ্গে অন্যান্য বিকল্পও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। হাইরাইডারের ৫ সিটার মডেলটি শুধুমাত্র ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে আসে, এতে কোনও AWD সংস্করণ নেই।
ইন্টিরিয়রে কী বদল এসেছে
টয়োটা হাইরাইডারের ৭ সিটার মডেলের ইন্টিরিয়র ৫ সিটার মডেলের মত অনেকটা একই রকম হতে পারে। বাজারে আসার সময় এই ৭ সিটার মডেলে অনেক নতুন নতুন ডিজাইন বা ফিচার্সের দেখা মিলতে পারে। ইন্টিরিয়রেও অনেক বদল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাজারে বাড়ছে হাইব্রিড গাড়ির চাহিদা
বর্তমানে ভারতের বাজারে ৭ সিটার হাইব্রিড গাড়িগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একইসময়ে এই তিন সারির এসইউভি হাইব্রিড পাওয়ারট্রেনের মডেল বাজারে আসতে পারে। এই গাড়ির শক্তিও একটা বড় আলোচনার বিষয়। এই মডেলে থাকবে বড় হুইল বেস যার জন্য গাড়ির ভিতরে ৩টি রো থাকলেও বসার জন্য যথাযথ জায়গা পাওয়া যাবে।
দাম কত হবে
টয়োটার এই ৭ সিটার গাড়ির দাম ৫ সিটার মডেলের থেকে বেশি প্রিমিয়াম হতে চলেছে। এই নতুন ৭ সিটার গাড়িকে যদি আমরা অন্য বাজারের গাড়ির সঙ্গে তুলনা করি তাহলে দেখা যাবে গাড়িটি তাঁর দামের ক্ষেত্রে অন্য বেশ কিছু মডেলকে টেক্কা দিতে পারে। গ্র্যান্ড ভিতারার মতই দাম হতে পারে এই টয়োটা হাইরাইডার ৭ সিটারের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Upcoming Electric Cars: টাটা থেকে হুন্ডাই, এই বছরই বাজারে আসবে এই ৪ ইভি
Car loan Information:
Calculate Car Loan EMI