কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  মেধা তালিকা প্রকাশ্যে আসতেই ববিতা সরকারের  ( Babita Sarkar )চাকরি ঘিরে বাঁধল নতুন বিতর্ক। কমিশনের ভুলে ২ নম্বর তিনি বেশি পেয়েছেন বলে দাবি। নিয়োগ দুর্নীতির মাঝেই, আরও একবার প্রশ্নের মুখে পড়েছে SSC'র ভূমিকা। আর ববিতার নম্বর-বিভ্রাট প্রকাশ্যে আসতেই, চাকরির দাবি তুলেছেন, মেধাতালিকায় পরবর্তী নাম থাকা, অনামিকা রায়। তাঁর এই দাবির পরই আদালতের দ্বারস্থ হলেন ববিতা। 


' অতিরিক্ত ২ নম্বর দিয়েছে এসএসসি'


ভুলবশত তাঁকে অতিরিক্ত ২ নম্বর দিয়েছে এসএসসি, এবার দাবি ববিতা সরকারের । এসএসসির তরফে ব্যাখ্যা চেয়ে আদালতের ( High Court) দ্বারস্থ হন ববিতা সরকার । আদালতের নির্দেশে সম্প্রতি বিভিন্ন নথি নিজেদের ওয়েবসাইটে আপলোড করে এসএসসি । সেই নথি দেখেই সন্দিহান হন ববিতা। তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Abhijit Ganguly ) দৃষ্টি আকর্ষণ করতে চান তিনি। আগামী পরশু অর্থাৎ বুধবার ববিতার করা আবেদনে শুনানি। 


অঙ্কিতার পাওয়া বেতনের পুরোটাই পেয়েছেন মামলাকারী ববিতা ববিতার করা মামলায় দুর্নীতির অভিযোগে চাকরি গেছে, রাজ্য়ের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। সেই চাকরি এবং অঙ্কিতার পাওয়া বেতনের পুরোটাই পেয়েছেন মামলাকারী ববিতা সরকার। কিন্তু, সেই ববিতার নিয়োগও এবার প্রশ্নের মুখে! তাঁর প্রাপ্ত নম্বর নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ফলে আরও একবার প্রশ্নের মুখে পড়েছে SSC'র ভূমিকা।

অঙ্কিতার পাওয়া বেতনের পুরোটাই পেয়েছেন মামলাকারী ববিতা


সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মেরিট লিস্ট। সেখানে দেখা যাচ্ছে, ববিতা সরকারের টোটাল মার্কস ৭৭। যার মধ্য়ে অ্যাকাডেমিক স্কোর ৩৩। কিন্তু, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই আবেদনের ফর্মে দেখা যাচ্ছে, স্নাতক স্তরে, ৮০০-র মধ্য়ে ৪৪০ নম্বর পেয়েছেন তিনি। অর্থাৎ ৫৫ শতাংশ। কিন্তু, ফর্মে লেখা তিনি ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। আর তার ভিত্তিতেই ববিতাকে অ্য়াকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দিয়েছে কমিশন। ববিতার অ্য়াকাডেমিক স্কোর যেখানে ৩১ হওয়ার কথা, সেখানে তিনি পেয়েছেন ৩৩।

সম্প্রতি, হাইকোর্টের নির্দেশে চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।
আর তারপরই, প্রকাশ্যে চলে এসেছে নম্বর-বিভ্রাট। অ্য়াকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন ববিতাও। তিনি বলেন, 'আমি এতদিন বুঝতে পারিনি কমিশন ২ নম্বর বেশি দিয়েছে ভুল করে। আপনারা জানেন আমরা নম্বরই জানতাম না। rank এর লিস্ট দেওয়া হয়েছিল' 

২ নম্বর কমে গেলে তো তাঁর চাকরিও চলে যেতে পারে?


বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে চাকরি করছেন ববিতা। হাইকোর্টের নির্দেশে, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর ৪৩ মাসের উপার্জিত বেতন, প্রায় ১৬ লক্ষ টাকা পান ববিতা। কিন্তু এই নম্বর-বিভ্রাট প্রকাশ্য়ে চলে আসায়, ববিতার নিয়োগ নিয়েই প্রশ্ন উঠছে।


তাঁকে এই প্রশ্ন করা হয়, ২ নম্বর কমে গেলে তো তাঁর চাকরিও চলে যেতে পারে। তখন তিনি বলেন , নিশ্চয়ই, তবে তাঁর লড়াই অন্যায়ের বিরুদ্ধে। 

মেধাতালিকায় ববিতার পরই নাম ছিল, শিলিগুড়ির বাসিন্দা, অনামিকা রায়ের। নম্বর বিভ্রাটে ববিতার নাম যদি মেধাতালিকায় পিছনে চলে যায়, তাহলে তাঁর চাকরির পরবর্তী দাবিদার অনামিকাই। নিয়োগ-দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্য়ে এই ঘটনায় ফের বড়সড় প্রশ্নের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা।