সৌভিক মজুমদার, কলকাতা: আদালতের নির্দেশে চাকরি চলে গিয়েছে (SSC Case)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দারস্থ হলেন ববিতা সরকার। মঙ্গলবারই চাকরি হারান ববিতা। ববিতার জায়গায় তিন সপ্তাহের মধ্য়ে নিয়োগ করতে হবে অনামিকা রায়কে, নির্দেশ দেয় আদালত (Calcutta High Court)।


নম্বর বিভ্রাটে চাকরি পেয়েও হারাতে হয়েছে ববিতাকে


নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে যখন তপ্ত রাজ্য, সেই সময় ববিতার করা মামলা ঘিরে তোলপাড় শুরু হয়। সেই মামলাতে চাকরি হারান রাজ্যের তৎকলীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। পরে মন্ত্রিত্ব হারাতে হয় পরেশকেও। পরেশের মেয়েকে চাকরি জীবনে পাওয়া বেতনও ফিরিয়ে দিতে হয় ববিতাকে। অঙ্কিতার চাকরিও ববিতাকে দেওয়ার নির্দেশ দেয় আদালত। 


কিন্তু সেই চাকরিও থাকেনি ববিতার। তাঁর প্রাপ্ত নম্বর নিয়ে শুরু হয় বিভ্রাট। নিয়োগ দুর্নীতির তদন্তে কয়েক মাস আগে চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তাতেই ববিতার নম্বর-বিভ্রাট সামনে আসে। অনামিকা রায় নামের আর এক চাকরিপ্রার্থী দাবি করেন,  ফর্ম ফিলাপের সময় ববিতা লিখেছিলেন, তিনি স্নাতক স্তরে ৮০০ র মধ্যে ৪৪০ পেয়েছেন। অর্থাৎ ৫৫ শতাংশ। কিন্তু, ফর্মে লেখা তিনি ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। 


আরও পড়ুন: The Kerala Story: 'মগের মুলুক চলছে, সপাটে থাপ্পড় পড়ল', 'দ্য কেরালা স্টোরি' নিয়ে সুপ্রিম-রায়ে প্রতিক্রিয়া রুদ্রনীলের


সরাসরি আদালতের দ্বারস্থ হন অনামিকা। সেই মামলায় মঙ্গলবারই চাকরি হারান ববিতা। আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "আপনি ভুল করেছেন। আপনাকে শাস্তি পেতে হবে। আপনার উদ্দেশে আমি কড়া পদক্ষেপ নিতে পারতাম, কিন্তু নিচ্ছি না। আপনার ভুলেই  হয়েছে। আপনার বেতন ফেরত দিতে বলিনি, এটাই আপনার সান্ত্বনা।" ববিতার 'ভুলে'ই এত কিছু বলেও মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অঙ্কিতার থেকে পাওয়া ১৬ লক্ষ টাকা অনামিকাকে ফেরত দিতে বলে আদালত।


ববিতাকে মামলা দায়েরের অনুমতি ডিভিশন বেঞ্চের


এর পর ববিতার পাওয়া চাকরি অনামিকাকে দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার ডিভিশন বেঞ্চের দারস্থ হলেন ববিতা। এদিন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। এর পরই ববিতাকে মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ।