কলকাতা: নিয়োগ-দুর্নীতির মধ্যেই এবার ববিতা সরকারের (Babita Sarkar) নম্বর-বিতর্ক। কমিশনের ভুলে ২ নম্বর বেশি পেয়ে চাকরি পেয়েছেন ববিতা? প্রাক্তন মন্ত্রী পরেশ-কন্যা অঙ্কিতার জায়গায় আদালতের নির্দেশে চাকরি পান ববিতা। সোশাল মিডিয়ায় ভাইরাল ববিতার অ্যাকাডেমিক স্কোর ও মেরিট লিস্ট। এসএসসি-র মেরিট লিস্টে ববিতার প্রাপ্ত নম্বর ৭৭। লিখিত পরীক্ষায় ববিতার প্রাপ্ত নম্বর ৩৬। অ্যাকাডেমিক স্কোর ৩৩, মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮। কিন্তু অ্যাকাডেমিক স্কোরে (Academic Score) ২ নম্বর বেশি পেয়েছেন বলে নিজেই দাবি করেন ববিতা। 


ববিতা সরকারের নম্বর-বিতর্ক: বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন ববিতা সরকার। যা গড়ায় আদালত পর্যন্ত। রাজ্য়ের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিও গিয়েছে। চাকরি এবং অঙ্কিতার পাওয়া বেতনের পুরোটাই পেয়েছেন মামলাকারী ববিতা সরকার। কিন্তু, সেই ববিতার প্রাপ্ত নম্বর নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ফলে আরও একবার প্রশ্নের মুখে পড়েছে SSC'র ভূমিকা। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মেরিট লিস্ট। সেখানে দেখা যাচ্ছে, ববিতা সরকারের টোটাল মার্কস ৭৭। যার মধ্য়ে অ্যাকাডেমিক স্কোর ৩৩। কিন্তু, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই আবেদনের ফর্মে দেখা যাচ্ছে, স্নাতক স্তরে, ৮০০-র মধ্য়ে ৪৪০ নম্বর পেয়েছেন তিনি।  অর্থাৎ ৫৫ শতাংশ। কিন্তু, ফর্মে লেখা তিনি ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। আর তার ভিত্তিতেই ববিতাকে অ্য়াকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দিয়েছে কমিশন। ববিতার অ্য়াকাডেমিক স্কোর যেখানে ৩১ হওয়ার কথা, সেখানে তিনি পেয়েছেন ৩৩।


কী জানালেন ববিতা? সম্প্রতি, হাইকোর্টের নির্দেশে চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর তারপরই, প্রকাশ্যে চলে এসেছে নম্বর-বিভ্রাট। এই বিষয়ে ববিতা সরকার বলেন, " আমি দেখলাম যে  আমার ২ নম্বর বেশি হচ্ছে। সেই বিষয়টা সঙ্গে সঙ্গে আমার আইনজীবীকে জানাই, কেন কমিশন এটা করল বুঝতে পারছি না। তাই আদালতে দ্বারস্থ হয়েছি। ২ নম্বর চলে গেল চাকরিও চলে যেতে পারে। আমার লড়াইটা বেনিয়মের বিরুদ্ধে। চাকরি পাওয়ার দাবিতে লড়াই নয়।''প্রয়োজনে এই বিষয়ে খোঁজ নেব, জানাল এসএসসি। ববিতার নম্বর-বিতর্ক প্রকাশ্যে আসতেই চাকরির দাবি অনামিকা রায়ের। মেধাতালিকায় ববিতার পরেই রয়েছেন শিলিগুড়ির অনামিকা। কমিশন ঠিক ভাবে যাচাই করলে চাকরি পেতেন তিনিই, দাবি অনামিকার। প্রয়োজনে আইনি পদক্ষেপের ভাবনা। 


আরও পড়ুন: Malda News: কালিয়াচকে ব্যবসায়ীকে গুলি করে খুন, তদন্তে পুলিশ