অনির্বাণ বিশ্বাস, কলকাতা: বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জোরদার রবিবাসরীয় প্রচার। তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় পার্কসার্কাস ময়দানে গিয়ে জনসংযোগ সারলেন। কথা বললেন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে।  খেললেন ফুটবলও। পার্ক সার্কাস ময়দানেই মার্শাল আর্ট ইনস্টিটিউটে ছোটদের সঙ্গে অংশ নিলেন কিক বক্সিংয়েও।  


এরপরও আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এরপর ম্যান্ডেভিলা গার্ডেনসেও তাঁর প্রচার কর্মসূচি রয়েছে। তারপর ম্যাডক্স স্কোয়্যারে হোলি উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন বাবুল সুপ্রিয়।  সন্ধেয় ২টি কর্মিসভা রয়েছে তাঁর। গোটা দিনই নির্বাচনী প্রচার সারবেন তিনি। 


উল্লেখ্য, উপনির্বাচনে মুখোমুখি লড়াইয়ে বিজেপি-র প্রাক্তন বনাম বর্তমান নেতৃত্ব। আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) প্রার্থী করেছে তৃণমূল (TMC)। তাঁর বিরুদ্ধে অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) প্রার্থী করল বিজেপি। বালিগঞ্জ (Ballygunje) বিধানসভা কেন্দ্রে আবার বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) বিরুদ্ধে কেয়া ঘোষকে (Keya Ghosh) প্রার্থী করল দল।


শুক্রবার দোলের দিন উপনির্বাচনের প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি (BJP)। তাতেই অগ্নিমিত্রা এবং কেয়ার নাম সামনে এসেছে। এর আগে, আসানসোল দক্ষিণ থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন অগ্নিমিত্রা। ওই কেন্দ্র থেকে জয়লাভ করে বর্তমানে বিজেপি-র বিধায়ক তিনি। কেয়া এই মুহূর্তে রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র। বিজেপি থেকে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। আগামী ১২ এপ্রিল উপনির্বাচন রয়েছে।


২০১৪ এবং ২০১৯’এর লোকসভা ভোটে আসানসোল থেকে বিজেপির প্রতীকে জেতেন বাবুল সুপ্রিয়। গতবছরের সেপ্টেম্বরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তাই আসানসোল কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে অভিনেতা এবং প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্নকে। সেখানে সিপিএম প্রার্থী করেছে পশ্চিম বর্ধমান সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়কে।  এ বার বিজেপি আসানসোলে প্রার্থী করল বিধায়ক অগ্নিমিত্রাকে।


আরো পড়ুন: স্পাইক চুল-গলায় চেন, গানের শ্যুটিংয়ের জন্য মুম্বই পাড়ি ভুবন বাদ্যকরের