কলকাতা : চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। চোখের জলে শতায়ু মাকে শেষ বিদায় জানালেন ছেলে। সোশ্যাল মিডিয়া ভরল শোকবার্তায়। এদিন বাংলায় আসার কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু তা সম্ভব হল না মায়ের প্রয়াণে।


দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীর দুঃখের দিনে পাশে থাকার বার্তা দিলেন রাজনীতিকরা। বাদ গেলেন না একদা নরেন্দ্র মোদির স্নেহধন্য বলে বিজেপির অন্দরে পরিচিত বাবুল সুপ্রিয়। গেরুয়া শিবিরের সঙ্গে মতানৈক্যের পর দল ছাড়েন তিনি। অধুনা তিনি তৃণমূল বিধায়ক। কিন্তু প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে গলা ভেঙে যায় তাঁর। 




'১০০ বছর মাকে পাওয়াও বিশাল এক প্রাপ্তি'


বাবুল বলেন, এক ডিসেম্বরের ৯ তারিখে মাতৃবিয়োগ হয় তাঁর। মা চলে যাওয়ার মতো দুঃখের কিছু হয় না বললেন তিনি। 'তবে ১০০ বছর মাকে পাওয়াও বিশাল এক প্রাপ্তি' বললেন বাবুল। সেই সঙ্গে তিনি বন্দে ভারতের ভার্চুয়াল উদ্বোধনের কথাও জানান সকলকে। 


শোকবার্তা লেখেন মুখ্যমন্ত্রীও


পরে শোকবার্তা লেখেন মুখ্যমন্ত্রীও। শোকবার্তায় তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর।  শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার  প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন।  আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদিজিকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। 


প্রধানমন্ত্রীর ট্যুইট


মায়ের প্রয়াণে প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে ছিল একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা।এভাবেই জীবন কাটিয়েছেন তিনি।