নয়াদিল্লি :  ভয়াবহ দুর্ঘটনায় ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থের ( Rishabh Pant  ) গাড়ি। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে ঋষভের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত। সামনে এল গা শিউরে ওঠা ছবি। জানা গিয়েছে, দুর্ঘটনার পর ঋষভের গাড়িতে আগুন পর্যন্ত লেগে যায়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পরিস্থিতি। 


 মাথায় চোট তো আছেই, ক্ষত-বিক্ষত তাঁর পিঠ


সূত্রের খবর, দুর্ঘটনায় জখম ঋষভ পন্থকে প্রথমে রুরকির হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ক্ষত ভয়াবহ। ভারতের উইকেটকিপার ঋষভ পন্থের মাথায় চোট তো আছেই, ক্ষত-বিক্ষত তাঁর পিঠ। জানা গিয়েছে, তাঁকে দিল্লির হাসপাতালে রেফার করা হয়েছে। প্রয়োজনে ঋষভের প্লাস্টিক সার্জারিও করা হবে। বাড়ি ফেরার পথে ঋষভের গাড়ি দুর্ঘটনায় পড়ে। 


চোটের কারণে ঋষভ পন্থকে বিরতি দিয়েছে টিম ইন্ডিয়া। সূত্রের খবর অনুযায়ী, দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন তিনি। জানা গিয়েছে কপালে, পিঠে ও পায়ে আরও চোট রয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলেই খবর। 


দুর্ঘটনার কারণ


মনে করা হচ্ছে, গাড়ির অতি দ্রুত গতি ঋষভের গাড়ির দুর্ঘটনার অন্যতম কারণও হতে পারে। তাঁর হাতেই ছিল স্টিয়ারিং। এই সময় উত্তরভারতে ঘন কুয়াশার বিষয়টিও দুর্ঘটনার কারণ হতে পারে। 


ঋষভের গাড়ি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এর পর গাড়িটিতে আগুন ধরে যায়।  জানা গিয়েছে, তবে এর আগেই গাড়ি থেকে নেমে যান ঋষভ। সেখানে উপস্থিত লোকজন জানান, অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর পর পন্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে দিল্লি রোডের  হাসপাতালে ভর্তি করা হয়। যদিও পরে দিল্লিতে রেফার করা হয়।


ঋষভ পন্থের দুর্ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির বক্তব্য থেকে জানা গিয়েছে, “প্রয়োজন হলে ঋষভ পন্থকে এয়ারলিফট করা হবে। প্রয়োজন অনুযায়ী সকল চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। তার চিকিৎসার পুরো খরচ বহন করবে রাজ্য সরকার। তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।' 


ঋষভের সুস্থতা কামনা করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভরেছে পোস্ট। ব্রিটিশ ক্রিকেটার ও প্রাক্তন আইপিএল সতীর্থ sam billings ট্যুইটারে তাঁর আরোগ্য কামনা করেছেন। ট্যুইট করেছেন ভিভিএস লক্ষ্ণণও। আরোগ্য কামনা করেছেন চিত্র তারকা প্রভাস।