সনৎ ঝা, দার্জিলিং: উচ্চ মাধ্যমিকে (Higher Secondary) অকৃতকার্যদের নজিরবিহীন বিক্ষোভ। তৃণমূলের (TMC) পতাকা (Flag) হাতে মনীষীর নামে স্লোগান। বাগডোগরার (Bagdogra) গোসাইপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, তাঁদের পাস করাতে হবে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
হাতে তৃণমূলের পতাকা। মুখে স্লোগান। ফেল করেও পাস করানোর দাবি। বাগডোগরার গোসাইপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলে দেখা যায় স্কুলের ৩৫ শতাংশ পড়ুয়া অকৃতকার্য হয়েছেন। সেই পড়ুয়ারাই শনিবার স্কুলে বিক্ষোভ দেখান।
তাঁদের দাবি, পাস করাতে হবে। দরকারে ফের পরীক্ষা নেওয়া হোক। পাস করানোর দাবিতে স্কুলের গেটের সামনে তৃণমূলের পতাকা নিয়ে বসে পড়েন তাঁরা। বাগডোগরার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের বিক্ষোভকারী পড়ুয়া বলেন, "যা পরীক্ষা দিয়েছি। নম্বর দেয়নি। আমাদের নম্বর দেওয়া হয়নি। হয় আবার পরীক্ষা নিক, নাহলে পাস করাক।"
আরও পড়ুন, 'পাস করালে দিদি চাকরি দিতে পারবে না, তাই উচ্চমাধ্যমিকে ফেল করানো হয়েছে', শিলিগুড়ির স্কুলে পড়ুয়াদের বিক্ষোভ
প্রধান শিক্ষক জানিয়েছেন, নিয়ম অনুযায়ী পড়ুয়ারা খাতা রিভিউ করাতে পারবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতীক বসু, "মন খারাপ হয়েছে, তাই বিক্ষোভ। নিয়ম অনুযায়ী পড়ুয়ারা খাতা রিভিউ করাতে পারবে।"
কিন্তু, অকৃতকার্য হয়ে তৃণমূলের পতাকা নিয়ে কেন বিক্ষোভ? শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "ভোটের সময়। বিজেপি এসব করছে। অকারণ রাজনীতিকে জড়ানো হচ্ছে। সব থেকে খারাপ লাগছে ছোট ছোট বাচ্চাদেরও রাজনীতির মধ্যে টেনে আনা হচ্ছে। রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে ওঁরা।"
বিজেপি বিধায়ক, মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, "আমাদের কোনও কারণ নেই, আমরা কেন তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে এসব করব, ছাত্ররা কী করেছে, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। গোটা ঘটনার পিছনে বিজেপি রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে বলব, বিজেপি এ ধরনের ঝান্ডার রাজনীতি করে না। ছাত্রদের নিয়ে রাজনীতি আমরা কখনওই করি না।"
শাসকদলকে নিশানা করেছে সিপিএমও। এদিকে, বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বাগডোগরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।