বাগডোগরা: চা বাগানে মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে মৃত্যু হল একটি চিতাবাঘের। জলের রিজার্ভারে পড়ে যায় চিতাবাঘটি। শ্যাওলা ধরা জলে সাঁতরে ভেসে থাকার প্রাণপণ চেষ্টা করে চিতাবাঘটি (Bagdogra News)। শ্যালা ধরা দেওয়াল ধরে ওটার চেষ্টাও করে। কিন্তু শেষরক্ষা হয়নি। জলে ডুবেই শেষ পর্যন্ত মৃত্য়ু হয় চিতাবাঘটির (Forest Department)।
চা বাগানের রিজার্ভারে জলে ডুবে মৃত্যু চিতাবাঘের
বাগডোগরার হাঁসখোয়া চা বাগানের ঘটনা। রবিবার সকালে সেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। কোনও ভাবে জলের রিজার্ভারে পড়ে যায় চিতাবাঘটি। বেশ কিছু ক্ষণ সাঁতরে ভেসে থাকার চেষ্টা করে সে। খবর পেয়ে হই হই পড়ে যায়। রিজার্ভারের চারিদিকে জমা হন মানুষজন। গেল গেল রব উঠে। কিন্তু চিতাবাঘটিকে তোলা যায়নি।
আরও পড়ুন: South 24 Parganas News: গাড়ির আরোহী দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ, আটক দুই মত্ত যুবক
ঘটনার পর খবর দেওয়া হয় বন দফতরকেও। তখনও সাঁতরে ওঠার চেষ্টা করছিল চিতাবাঘটি। দেওয়াল ধরে ওঠার চেষ্টা করছিল। কিন্তু শ্যাওলা ধরা দেওয়ালসে বার বার পিছলে যাচ্ছিল। বেশ খানিক ক্ষণ এ ভাবে চলার পর ক্ষমতা হারায় চিতাবাঘটি। বনকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছনোর আগেই জলে ডুবে বেঘোরে মৃত্যু হয় তার।
ডোমজুড়ে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ
এ দিকে, ডোমজুড়ের (Domjur) পাকুড়িয়ায় গরু চোর সন্দেহে লাইট পোস্টে বেঁধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। পরে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে (Howrah District Hospital) ভর্তি করে পুলিশ। মারধর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের পাকুড়িয়ায় রবিবার ভোররাতে ম্যাটাডোর নিয়ে গ্রামে ঢোকে ৪ জন। অভিযোগ, তাঁরা একটি গরুকে দড়ি দিয়ে বেঁধে ম্যাটাডোরে তোলার চেষ্টা করছিলেন। সেইসময় স্থানীয়রা একজনকে ধরে ফেললেও, বাকি ৩ জন পালিয়ে যান। এরপর ধৃতকে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা।
পাটুলিতে দম্পতিকে মারধরের অভিযোগ
এর পাশাপাশি, বাড়ির সামনে মদের আসর বসানোর প্রতিবাদ করায়, পাটুলিতে (Patuli) দম্পতিকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ইট মেরে ভেঙে দেওয়া হয় দরজার কাচ। আটক মূল অভিযুক্ত। দম্পতির অভিযোগ, গতকাল বাড়ির সামনে বসে মদ্যপান করার পাশাপাশি, গালিগালাজ ও অভব্য আচরণ করছিলেন এক প্রতিবেশী ও তাঁর দুই বন্ধু। প্রতিবাদ করায়, তিনজনে মিলে স্বামীকে মারধর করেন। প্রতিবাদ করায় স্ত্রীকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এলাকাছাড়া করার হুমকি দেওয়ার পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পাটুলি থানায় (Patuli Police Station) অভিযোগ দায়ের হয়েছে।