জয়ন্ত পাল, কলকাতা:  ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা। ফ্লাইওভারের ওপর, গলায় ঘুড়ির মাঞ্জা সুতো পেঁচিয়ে গুরুতর জখম হলেন এক বাইকআরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন তিনি।


ঠিক কী হয়েছে? 


দুর্ঘটনায় শেখ মোমিন নামের ওই বাইক আরোহীর পা ভেঙে গিয়েছে। গলায় তৈরি হয়েছে ধারাল সুতোর ক্ষত। উল্টোডাঙা-বাগুইআটি উড়ালপুল ধরে বিকেলে সল্টলেকের অফিস থেকে ফিরছিলেন বর্ধমানের বাসিন্দা শেখ মোমিন। আচমকা ধারাল চিনা মাঞ্জা জড়িয়ে যায় তাঁর গলায়। বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে আহত বাইকআরোহীর চিকিৎসা চলছে।                                              


আরও পড়ুন, দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানালেন পার্থ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব জেলেই কাটাতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে


দিন কয়েক আগেই মা ফ্লাইওভারে চিনা মাঞ্জায় দুর্ঘটনা ঘটেছিল। সেই চিনা মাঞ্জায় বাইক আরোহীর চোখে আঘাত লাগে। চিনা মাঞ্জা আটকে বাইক নিয়ে পড়ে গিয়ে আহত হয় আরোহী । পুলিশকে ঘিরে বাইক আরোহীদের বিক্ষোভও হয় । চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বাইক আরোহীকে ।                                                 


প্রসঙ্গত,  নিষিদ্ধ চিনা মাঞ্জা বিক্রি বন্ধে শহরের একাধিক ঘুড়ির বাজারে নজরদারির কথা আগেই বলেছিল প্রশাসন। তা সত্ত্বেও চিন্তা বাড়াচ্ছে শহরতলির বাজারগুলি। সেখান থেকে ঘুরপথে আনা চিনা মাঞ্জায় ফের পুরনো বিপদ লাগামছাড়া হবে কি?                          


আগেই শহরের একাধিক রাস্তায়, বিশেষত উড়ালপুলগুলিতে বিপজ্জনক চিনা মাঞ্জায় আহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। উড়ালপুলে তারের জাল লাগিয়েও চিনা মাঞ্জার দৌরাত্ম্য পুরোপুরি কমানো যায়নি। নজরদারির ফাঁক গলে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছে বিভিন্ন মহল। লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশ গিয়েছে প্রতিটি ডিভিশনেও। ঘুড়ি ওড়ানোর প্রবণতা বেশি, এমন এলাকাগুলিকে চিহ্নিত করে প্রয়োজনে ড্রোন উড়িয়ে নজরদারি চালানোর কথা ভাবা হয়েছে। শহরের একাধিক উড়ালপুলের বিপজ্জনক অংশে ঘুড়ির কাটা সুতো ধরতে পুলিশকর্মী মোতায়েনের নির্দেশও দিয়েছে লালবাজার।